- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৮, ২০২৩
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে আজই সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে পর্ষদ অফিস থেকে আজ বিকেল ৫টায় গাড়ি নিয়ে বার হয়ে ৬টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই-র জেরায় হাজির হয়েছেন গৌতম পাল। গৌতম পালকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করছে সিবিআই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার নির্দেশ দিয়েছিলেন, যদি সন্ধ্যা ৬টার মধ্যে গৌতম পাল নিজাম প্যালেসে সিবিআইর জেরায় হাজির না হলে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তার পরই গৌতম পাল নিজাম প্যালেসে নির্ধারিত সময়ে পৌঁছন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, সিবিআই রিপোর্ট থেকে স্পষ্ট এস বসু রায় অ্যান্ড কোম্পানি ওএমআর সিট ডিজাইন করেছিল এমন ভাবে, যাতে প্রার্থীর নাম রোল নম্বর সমস্ত কিছু স্পষ্ট বোঝা না যায়। আদালত প্রচুর মামলার শুনানির পরিপ্রেক্ষিতে এটা বুঝেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু নতুন প্রিন্ট করা কপিকে ডিজিটাইজ ডেটা হিসাবে চালাতে চাইছে।
বিচারপতি আরও জানান, সিবিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন । শুধু তাই নয়, বর্তমান বোর্ড মেম্বাররাও এস বসু রায় অ্যান্ড কোম্পানিকেই দায়িত্ব দিয়েছে । সেই জন্যই তাঁদের জিজ্ঞসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করেন বিচারপতির গঙ্গোপাধ্যায়।
এই কারণেই আদালতের মনে হচ্ছে সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল ও সচিব পার্থ কর্মকারকেও আজ থেকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করুক । তাই বোর্ডর বর্তমান সভাপতিকে নিজাম প্যালেসে আজ সন্ধ্যা ৬টার সময় হাজির হতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সিবিআই যদি মনে করে সচিবকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে পরে তাঁকে এবং বোর্ডের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে । যদি তাঁরা সহযোগিতা না করেন, তাহলে সিবিআইকে পূর্ণ ক্ষমতা দেওয়া হচ্ছে তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা যাবে ।
দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট বা বিশেষ তদন্তকারী দলে স্নেহাশু বিশ্বাস নামে এক অভিজ্ঞ অফিসারকে যুক্ত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । ওই আধিকারিক বর্তমানে দিল্লিতে কর্মরত । সিবিআই অধিকর্তাকে ওই অফিসারকে এসিবি কলকাতায় 20 অক্টোবরের মধ্যে বদলি করে আনতে নির্দেশ আদালতের । এই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে এখন থেকে সরানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
❤ Support Us