শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসেই মানিক ভট্টাচার্যের স্ত্রীকে জামিনে মুক্তি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই একই বিচারপতির এজলাসে নিজের এবং পুত্রের জামিনের আবেদন করেছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কিন্তু বিচারপতি জানিয়ে দিলেন, নিয়োগ মামলায় অভিযুক্ত পিতা-পুত্রের জামিনের আবেদন মঙ্গলবার তিনি শুনবে না আদালত। শুধু তা-ই নয় জামিনের শুনানিতে মানিক উপস্থিতও থাকতে পারবেন না সশরীরে। ফলে শুরুতেই মামলাটি ধাক্কা খেল।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের জামিনের আবেদনের প্রথম শুনানি ছিল। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জামিন চেয়ে আবেদন করেন মানিক ভট্টাচার্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত অগস্টে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে নিয়োগ মামলায় জামিনে মুক্তি দিয়েছেন। সেটাই ছিল নিয়োগ মামলায় হওয়া প্রথম জামিন। তার পর থেকেই বিচারপতির এজলাসে একের পর এক জামিনের আবেদন জমা দিতে শুরু করেছেন নিয়োগ মামলায় অভিযুক্তরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মানিক এবং তাঁর পুত্র সৌভিক ভট্টাচার্যও জামিনের আবেদন করেছিলেন বিচারপতি ঘোষের এজলাসে। কিন্তু তাঁদের জামিন পাওয়ার নিয়ে আপাতত কোনও নির্দেশ আদালত দেয়নি । কারণ, বিচারপতি ঘোষ জানিয়েছেন, পিতা-পুত্র অর্থাৎ মানিক এবং সৌভিকের জামিনের আবেদন তিনি শুনবেন এ মাসের শেষে। এই মামলার শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের পুত্রের জামিনের শুনানি এই নিয়ে দ্বিতীয় বার পিছিয়ে গেল হাইকোর্টে। অন্য দিকে, মানিকের জামিন মামলাটি মঙ্গলবার শুনানির জন্য উঠতেই সেই আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। তিনি আদালতকে জানান, তদন্তে আরও অনেক তথ্য প্রমাণ হাতে আসছে ইডির। মানিকদের মুক্তি দিলে তদন্তে প্রভাব পড়বে। মানিকের মামলার শুনানি তাই আপাতত পিছিয়ে দেওয়ার আবেদন করেন ইডির আইনজীবী। এর পরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানির তারিখ পিছিয়ে দেন।
অন্য দিকে, তৃণমূলের পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য মঙ্গলবার বিচারপতির কাছে আবেদন করে বলেন, নিজের জামিনের শুনানির দিনগুলিতে তিনি আদালতে উপস্থিত থাকতে চান। হাইকোর্টে তাঁর আইনজীবীই এ ব্যাপারে অনুরোধ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে। কিন্তু বিচারপতি মঙ্গলবার তাঁর সেই আবেদনও খারিজ করে দিয়েছেন। ফলে আগামী ২৭ সেপ্টেম্বর একই দিনে পিতা-পুত্রের মামলা শুনানি থাকলেও দু’জনের সাক্ষাতের কোনও আশা বিচারপতির নির্দেশে আপাতত নেই।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34