Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৩

হরিশ মুখার্জি রোডে চাকরিপ্রার্থীদের মিছিল, অনুমতি দিল হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
হরিশ মুখার্জি রোডে চাকরিপ্রার্থীদের মিছিল, অনুমতি দিল হাইকোর্ট

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হ্যারিকেন মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা সোমবার তার রায়ে জানিয়েছেন, শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালিঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে, শর্ত একটাই, তাঁদের রাস্তার ৮০ শতাংশ ছেড়ে দুটি লাইনে পদযাত্রা পরিচালনা করতে হবে।

স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিলের আহ্বান দিয়েছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা।  পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও অনুমতি দেয়নি।   বাধ্য হয়ে  সপ্তাহে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। মামলা দায়ের করার  অনুমতি দেন বিচারপতি মান্থা। চাকরিপ্রার্থীদের বক্তব্য ছিল, শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করে যেতে চেয়েছিলেন তাঁরা।  কিন্তু পুলিশি নিষেধাজ্ঞায়  তাতে ছেদ পড়ে।   মামলাকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী সোমবার জানান, ওই রুটে হ্যারিকেন নিয়ে প্রায় ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করবেন। সব  শুনে বিচারপতি মিছিলের অনুমতি দেন। তবে তাঁর নির্দেশ  প্ররোচনাত্মক মন্তব্য মিছিল থেকে করা যাবে না।  আইন-শৃঙ্খলায় যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!