Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৯, ২০২৪

মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভ হাইকোর্টের

নিয়োগ মামলায় রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী । বিচারপতি বলেন , মুখ্যসচিব তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ।

সিবিআই-এর অভিযোগ ছিল, নিয়োগ মামলায় রাজ্য কোনও সহযোগিতা করছে না । বিষয়টি জেনে ক্ষোভ প্রকাশ করা হয় হাইকোর্ট । রাজ্যের মুখ্যসচিবকে এই নিয়ে জবাব দিতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় । মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্যসচিবের তরফে পেশ করা রিপোর্টে বলা হয় , নির্বাচনের জন্য এই মুহূর্তে তদন্তকারী সংস্থাকে কোনও অনুমতি দেওয়া সম্ভব নয় ।

নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের প্রাক্তন একাধিক পদস্থ কর্তা জেলে রয়েছেন । শিক্ষা দফতরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও বেনিয়মের অভিযোগ উঠেছে । এ বিষয়ে গত শুনানিতে অভিযুক্ত সরকারি কর্মীদের গ্রেফতারির বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের বক্তব্য জানতে চেয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার এবিষয়ে রাজ্যের মুখ্যসচিবের রিপোর্ট দেখার পর বিচারপতি বাগচী বলেন, নির্বাচনের সঙ্গে বিচারপ্রক্রিয়ায় অনুমোদনের কি সম্পর্ক ? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে ? তদন্ত বন্ধ আছে ? মুখ্যসচিব রাজ্যের আইন দফতরের সঙ্গে কথা বলছেন, কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলছেন না। এরকম কেন হবে ?  বিচারপতি বলেন, দেড় বছর ধরে অনুমোদনের অপেক্ষায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না । তদন্তকারী সংস্থা যদি বিচারপ্রক্রিয়া অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে? তাহলে তো তারা তাদের বক্তব্যের সপক্ষে জোরালো যুক্তি খাড়া করতে পারবে। এই ক্ষেত্রে মুখ্যসচিব নিজের দ্বায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন । আদালত আশা করে অভিযুক্তরা কোনভাবেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্যসচিবকে কোনভাবেই প্রভাবিত করতে পারবে না । তিনি নিরপেক্ষভাবে নিজের সিদ্ধান্ত গ্রহণ করবেন ।

এরপরই ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্যসচিবকে অভিযুক্ত সরকারি কর্মচারীদের ব্যাপারে তদন্তের অনুমোদন সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!