- এই মুহূর্তে
- নভেম্বর ১১, ২০২১
১৬ নভেম্বর থেকেই স্কুল খুলছেই। রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
আইনের জট কেটে গেল। আগামী ১৬ নভেম্বর থেকেই স্কুল খুলছে।এ ব্যাপারে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট।স্কুল খোলা ব্যাপার নিয়ে মামলাকারী সুদীপ ঘোষ চৌধুরী অভিযোগ নসাৎ করে দিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বলেছে, অবিভাবকদের সমস্যা হলে তাঁরা আদালতে এসে সমস্যার কথা বলবেন।আন্তর্জাতিক আর্গানাইজেশন বলেছে, অনলাইন ক্লাসে মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে। দেশের প্রায় সমস্ত রাজ্যে স্কুল খুলে গিয়েছে। সবার শেষে এ রাজ্যে স্কুল খুলছে। অতিরিক্ত সময় কারণ, প্রতিদিন ১০ মিনিট করে করোনা সচেতনতার সংক্রান্ত ক্লাস করানো হবে। কোভিড গাইডলাইন মানতেই হবে।
❤ Support Us