Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২৪, ২০২২

দ্বিতীয়বার আনিসের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

ফরেন্সিক পরীক্ষার জন্য সিট- এর হাতে মোবাইল তুলে দিতে হবে।

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয়বার আনিসের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

আনিসের মৃত্যু তদন্তে সিটকেই নির্ভরযোগ্য ভেবে দ্বিতীয়বার তাঁর দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । দ্বিতীয়ত, বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ ফরেন্সিক পরীক্ষার জন্য তাঁর মোবাইল সিট-হাতে তুলে দিতে বলেছে। আনিস খান মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল হাইকোর্ট৷

আনিসের পরিবার তাঁদের দাবিতে অনড়। তাঁরা সিবিআই তদন্ত চাইছেন । এ ব্যাপারে হাইকোর্ট কোনও উচ্চবাচ্য করেনি । কিন্তু একজন জেলা বিচারকের নজরদারিতে দ্বিতীয়বার আনিসের দেহের ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করতে বলেছে। মৃত্যুর রহস্য উন্মোচনে আবার ময়নাতদন্ত অত্যন্ত জরুরি। দ্বিতীয়বার ময়নাতদন্তের পর দেহের ভিসেরার নমুনা সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!