Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ১৩, ২০২২

সুলক্ষণ ! বিড়লা আকাদেমিতে ক্যালকাটা পেইন্টার্সের বার্ষিক প্রদর্শন। যোগ দেবেন বহু চিত্রতারকা

আরম্ভ ওয়েব ডেস্ক
সুলক্ষণ ! বিড়লা আকাদেমিতে ক্যালকাটা পেইন্টার্সের বার্ষিক প্রদর্শন। যোগ দেবেন বহু চিত্রতারকা

ক্যালকাটা পেইন্টার্স বারবার দলবদ্ধ উপস্থিতিকে গুরুত্ব দেয়। তাঁরা ছবি দেখাতে চায়, তৈরি করতে চায় ছবির দর্শক। বহুকাল জুড়ে যৌথ প্রদর্শনকে গুরুত্ব দিয়ে ভাবা বাংলার চিত্রকরদের আরেক অভিমুখ। তাকে সামনে নিয়ে আসার চিন্তা-বিচিন্তায় অনেক অনেক সংগঠনের মতো ক্যালকাটা পেইন্টার্সের বার্ষিক প্রদর্শনী তরুণ শিল্পীদের প্রেরণার উৎস হয়ে আছে। অতিমারিজনিত বাধ্যবাধকতার বিরতিকে থমকে দিয়ে এবার বিড়লা আকাদেমিতে সাড়ম্বর প্রদর্শনীর আয়োজন করেছে এই শিল্প সংগঠন। ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন বিকেল তিনটে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। প্রদর্শনীতে যোগ দেবেন যোগেন চৌধুরী, নীরেন সেনগুপ্ত, সুদীপ ব্যানার্জি, গৌতম ভৌমিক, সুশান্ত চক্রবর্তী, সুব্রত ঘোষ, গৌতম দাস, অর্ঘপ্রিয় মজুমদার, উত্তম ভৌমিক, রাকেশ সাধক, মানিক কুমার ঘোষ, অনুপ মন্ডলের মতো খ্যাতিমান বহু চিত্র নক্ষত্র। প্রসঙ্গত একটি সাধারণ প্রশ্ন, যা স্বাভাবিক, যা এড়িয়ে যাওয়া অন্যায়, ক্যালকাটা পেন্টার্সে সদস্য তালিকায় মহিলাদের অন্তর্ভূক্তি নেই কেন? প্রান্তিক সমাজের প্রতিনিধিত্বই বা কোথায়? এসব শুধু প্রশ্ন নয়, সামাজিক আক্ষেপ আর উদ্বেগেরও বিষয়। উদাসীনতা কি শিল্পস্তরেও গ্রাস করবে মননের যুক্তি আর আবেগকে?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!