- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৫, ২০২৪
‘দ্রোহের কার্নিভাল’ আটকাতে ধর্মতলা চত্ত্বরে ১৬৩ ধারা জারি কলকাতা পুলিশের, পাল্টা মমলা হাইকোর্টে

আজ রেড রোডে পুজোর কার্নিভাল আয়োজন করেছে রাজ্য সরকার। বিকেল সাড়ে ৪টে থেকে এই কার্নিভাল শুরু হবে। একই সময়ে ‘দ্রোহের কার্নিভাল’–এর ডাক দিয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ধর্মতলার রানি রাসমনি রোডে এই কার্নিভাল আয়োজন করার কথা। কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস–এর কার্নিভালে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।
পুলিশ মনে করছে ‘দ্রোহের কার্নিভাল’ থেকে অশান্তি ছড়াতে পারে। যার জেরে রাজ্য সরকারের পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটতে পারে। এই আশঙ্কায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ‘দ্রোহের কার্নিভাল’–এ অনুমতি দেওয়া হয়নি। জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস যাতে কার্নিভাল আয়োজন করতে না পারে তারজন্য, আইনশৃ্্খলার পরিস্থিতি সামাল দিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত সেই নির্দেশিকায় বলা হয়েছে, কিছু নির্দিষ্ট এলাকায় চার জনের বেশি কেউ জমায়েত হতে পারবেন না। লাঠি বা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা যাবে না। এমনকি কোনও মিছিল, ধর্না, জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন করাও পুরোপুরি নিষিদ্ধ।
পুলিশ যেসব এলাকায় ১৬৩ ধারা জারি করেছে, সেগুলি হল রানি রাসমনি রোড–ডোরিনা ক্রসিং থেকে নেতাজির মূর্তি পর্যন্ত, হাওড়া মেট্রোর গ্রিন চ্যানেল থেকে রানি রাসমণি পার্ক পর্যন্ত। ওয়াই চ্যানেল–জওহরলাল নেহেরু রোড থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। উত্তরে এসপ্লানেড রো পূর্ব থেকে দক্ষিণে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। এছাড়া মেয়ো রোড, আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে রবীন্দ্রসদন থেকে ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের ফুটপাথ থেকে সেন্ট পল্স ক্যাথিড্রাল গির্জা পর্যন্ত। পশ্চিমে ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিকের ফুটপাথ থেকে মোহর কুঞ্জের সামনের রাস্তা পর্যন্ত। উত্তরে সেন্ট পল্সের দক্ষিণ দিক থেকে দক্ষিণে হরিশ মুখার্জি রোড এবং এজেসি বোস রোডের সংযোগস্থল পর্যন্ত। জওহরলাল নেহেরু রোড, কুইনস ওয়ে, স্ট্র্যান্ড রোডেও ১৬৩ ধারা জারি করা থাকছে।
কলকাতা পুলিশের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই হাইকোর্টের দারস্থ হয়েছেন চিকিৎসকরা । কলকাতা হাইকোর্টে বিচারপতি রবি কিষণ কাপুরের এজলাসে শুরু হয়েছে মামলার শুনানি ।
❤ Support Us