শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
১৮৩৯,ফিলাডেলফিয়ার রবার্ট কর্নেলিয়াস নিজের আত্মপ্রতিকৃতি ক্যামেরা বন্দি করে শুরু করেছিলেন নিজস্বী তোলার রেওয়াজ।এরপর ১৯৬৬, মহাকাশচারী বজ্ অলড্রিন, জেমিনাই-১২ মহাকাশ যাত্রায় তুলেছিলেন নিজের ছবি।তবে তখনও সেল্ফি শব্দটির প্রয়োগ ছিলনা। ২০০২-এ অস্ট্রেলিয়ার নেথন হোপ প্রথম শুরু করেন এই শব্দের ব্যবহার। অক্সফোর্ড অভিধানের ২০১৩ সংস্করণে সংযোজিত হয় এই শব্দ।তারপর বহুল ব্যবহার আর সেরা শব্দের নিরিখে, অক্সফোর্ডের শব্দতালিকার শীর্ষস্থান অর্জন করে ২০১৪ সালে।সেবছরই টেক্সাস নিবাসী ডি.জে রিক মেকনিলি ২১ জুন থেকে শুরু করেন ন্যাশেনাল সেলফি ডের উদযাপন।
নিজস্বীর সাতকাহন
(7/7)
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34