Advertisement
  • জুন ১৪, ২০২৩

ব্রাত্যজনের ঐতিহ্য রক্ষায় দৃঢ় অঙ্গীকার

অবক্ষয় ও ধ্বংসের আবহেও নিজের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তেম্বে তেনহারা জনজাতি। ব্রাজিলের আমাজন অববাহিকায়  গভীর অরণ্যে আল্টো রিও গুয়ামা অঞ্চলে তাঁদের বাস। দক্ষিণ আমেরিকায় দেশীয় জনজাতি ছাড়াও বহিরাগতদের আক্রমন ঘটেছে বহুবার। সেই আক্রমণকে প্রতিহত করেই নিজেদের স্বাতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে তেম্বেরা । জনজাতির প্রাচীন পরম্পরা মেনে, প্রতি বছর জুনে পালিত হয় তাঁদের উৎসব। যৌবন সত্ত্বার বিকাশের এই লোকাচারে বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীকে পূর্ণ বয়স্ক যুবক-যুবতী রূপে স্বীকৃতি দেওয়ার হয়।ওয়রা ওহ ছ'দিনের এই উৎসবের শেষ দিনে মেয়েদের ও ছেলেদের পূর্ণ বয়স্ক যুবক-যুবক রূপে স্বীকার করে নেয় গোষ্ঠী নেতারা। পরে তাঁরাই দলের নেতৃস্থানীয় আসনে চলে আসেন।প্রান্তিক জনগোষ্ঠীগুলোর বিশেষত্ব এটাই তাদের প্রথা, রীতি-নীতি অন্যদের থেকে সম্পূর্ণ আলদা। এই স্বাতন্ত্র্যকেই বহু পুরুষ ধরে বাঁচিয়ে রাখছে তেম্বেরা, শত বাধা বিপদ সত্ত্বেও।    

  • যৌবনের উৎসবের উদযাপনের প্রস্তুতি । রাঙা আঁখি পল্লবে সাজছে জনজাতি কন্যা

    (1/6)
  • ওয়রা ওহ বয়ঃসন্ধি যাপনের উৎসবের শেষ দিনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রথা, তেম্বে দলপতির সঙ্গে জাতির ভবিষ্যৎদের যৌথ সঙ্গীত

    (2/6)
  • তেম্বে জনজাতির কিশোর-কিশোরীদের যৌথ নাচ এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ লোকাচার

    (3/6)
  • (4/6)
  • আমাজন অরণ্যে যৌথ শিকার

    (5/6)
  • ওয়ারওহা- বয়ঃসন্ধি যাপনের উৎসবের প্রস্তুতি

    (6/6)

  • Tags:

Read by:

Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!