Advertisement
  • মার্চ ২৩, ২০২২

রুশ-ইউক্রেন যুদ্ধ ।

২৮ দিন ধরে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রুশ বাহিনী। সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেন সেনা । যদিও অত্যাধুনিক ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিধর দেশের দাপটে প্রায় ধরাশায়ী কিয়েভ, মরিউপোল সহ ইকক্রেনের একাধিক শহর। ৭৫ শিশু সহ কমপক্ষে ৯২৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে ইউক্রেনে । ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে ৩.৫ মিলিয়ন উদ্বাস্তু। যুদ্ধ থামাতে একাধিক বার বৗঠকে বসেছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রকের বিশিষ্টরা। তবুও সমাধান অধরা। মস্কোর পেলা বিস্ফোরণে কেঁপে উঠছে কিভ । ইউক্রেনের হাসপাতাল, থিয়েটার, লাইবেরী, মল সহ একাধিক বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবার, জল, ওষুধের অভাবে মারা যাচ্ছেঅবরুদ্ধ অসংখ্য মানুষ ।

  • ৭৯ বছরের ভ্যালেন্টিনা কনস্টান্টিনোভস্কা,মারিউপোলের বাসিন্দা রুশ সেনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। (এপি ছবি)

    (1/7)
  • স্বেচ্ছাসেবকরা মারিউপোলে শেলিংয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি প্রসূতি হাসপাতাল থেকে একজন আহত গর্ভবতী মহিলাকে নিয়ে যাচ্ছেন। এভজেনি মালোলেটকা/এপি

    (2/7)
  • কিয়েভের একটি অনকোলজি সেন্টারে ক্যান্সারে আক্রান্ত শিশুরা 'যুদ্ধ বন্ধ করার' আর্জি জানাচ্ছে। (ছবি অ্যারিস মেসিনিস / এএফপি)

    (3/7)
  • কিয়েভের বাইরে একটি শপিংমলে হামলার পরের দৃশ্য।

    (4/7)
  • পোল্যান্ডে আশ্রয় নেয়া শরণার্থীদের মানবিক ট্রেনে করে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

    (5/7)
  • লাগাতার রুশ রকেট হামলায় চলাচলের সেতু ভেঙ্গে পড়ে। বিদ্যুৎ, খাবার এবং জল ছাড়াই অসহায় সাধারণ মানুষকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিচ্ছে সেনারা।

    (6/7)
  • মারিউপোলের রাস্তার উপর ২৫ মিটার দীর্ঘ পরিখা খনন করে কার্পেটে বা ব্যাগে মোড়ানো মৃতদেহগুলিকে কবরস্থ করা হচ্ছে।

    (7/7)

  • Tags:

Read by: 194 views

Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা