Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৭, ২০২৪

দুর্যোগে ভোট প্রচার বন্ধ। প্রার্থীরা রেমাল কবলিত এলাকায়। সন্দেশখালি নদী বাঁধ দেখলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্যোগে ভোট প্রচার বন্ধ। প্রার্থীরা রেমাল কবলিত এলাকায়। সন্দেশখালি নদী বাঁধ দেখলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

সপ্তাহ শেষে আর ৪ দিন পরে ভোট। অথচ আজ কোন নির্বাচনী প্রচার নেই। কোন মিছিল, জনসভা, পথসভা, রোড শো কিছু চোখে পড়েনি বসিরহাট লোকসভা কেন্দ্রে কোথাও। নির্বাচন কমিশনের নির্দেশিকা নয় , রেমালের ভ্রূকুটি সব দলকে চুপ করিয়ে দিয়েছে। অমিত শাহ থেকে দিপ্সিতা ধর জনসভা বাতিল। তবে তৃণমূলের হাজির নুরুল ইসলাম, সিপিএমের নিরাপদ সর্দার, বিজেপির রেখা পাত্রকে এদিন দেখা গেছে সন্দেশখালি হিঙ্গলগঞ্জের গ্রামে দুর্গত মানুষের পাশে। রেমালের তান্ডবে লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাখাঁ ব্লকে। তবে আইলা কিংবা আমফানের মত ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পেয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। অতি বর্ষণের ফলে বসিরহাট পুরসভার অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। ৫,৬, ৯ , ১০, ১৯, ২০ ,২১ নম্বর ওয়ার্ডে জল জমে যায়।  হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে রায়মঙ্গল, সাহেবখালি, কালিন্দী নদীর বাঁধ পরিদর্শনে সারাদিন ছিলেন। যেখানে বাঁধ বিপজ্জনক সেখানে সেচ দপ্তর, পঞ্চায়েত সমিতির কাজের তদারকি করেন। দেবেশ বলেন, নদীগুলি জোয়ারের সময় ভয়ংকর হয়ে উঠছে। ঘুর্ণীঝড় তেমন আঘাত হানতে পারেনি। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে বাঁধের মাটি কতক্ষন ধরে রাখা সম্ভব বলা কঠিন। এদিকে মহকুমা প্রশাসন সুত্রে জানা গেছে, সমস্ত ব্লকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে বলা হয়েছে। এখনও সম্পূর্ণ হিসাব আসেনি।
সোমবারে বৃষ্টিপাতে বিরাম নেই। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। বহু গাছ ভেঙে পড়েছে। সেগুলি কেটে সাফ করথে এনডিআরএফ–‌র পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ব্যাহত হয়েছে  পানীয় জল সরবরাহ। আংশিক ভাবে ইন্টারনেট পরিষেবাও বিঘ্নিত । ঝড়ে এলাকার ক্ষয়ক্ষতি দেখতে সোমবার সকালেই সন্দেশখালিতে চলে আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি ন্যাজাট, হাটগাছি, বাউনিয়া এলাকা ঘুরে দেখেন। পরিবহন মন্ত্রীর সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে নিয়ে এলাকার নদীবাঁধ পরিদর্শন করেন। এলাকর মানুষের সঙ্গে কথা বলেন তিনি। দুর্বল নদী বাঁধ গুলি যাতে খুব তাড়াতাড়ি শক্তপোক্ত করা যায় সেব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। মানুষের নদী পারাপারের সুবিধার জন্য বিধায়ক সুকুমার মাহাতো কয়েকটি জেটি নির্মানের দাবি জানিয়েছেন পরিবহন মন্ত্রীর কাছে। তিনি বলেন, আমাদের এলাকায় নদী পারাপার একটা বড় সমস্যা। বিশেষ করে বর্যাকালে। সব ফেরিঘাটে পাকা জেটি না থাকায় অনেক ঝুঁকি নিয়ে নদী পারাবার করতে হয়। তাই কয়েকটি ফেরিঘাটে জেটির প্রয়োজন। মন্ত্রী কথা দিয়েছেন ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে কোন কোন ফেরি ঘাটে জেটি করা দরকার সে বিষয়ে পরিকল্পনা তাঁকে জানাতে। এদিকে এদিন কোন নির্বাচনী প্রচার হয়নি। বাদুড়িয়ায় এসে রবিবারই অভিষেক ব্যানার্জি ঘোষণা  করেন, ২৪ ঘন্টা কোন রাজনৈতিক কর্মসূচি না রেখে তৃণমূল কর্মীরা মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবিলায় কাজ করতে। এদিন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম  সন্দেশখালির ‘‌রেমাল’ কবলিত এলাকায় যান। ধামাখালি এলাকায় নদী বাঁধ ঘুরে দেখেন। দুর্যোগের কারণে হিঙ্গলগঞ্জে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্বাচনী জনসভার‌ বাতিল হয়ে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!