- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৩, ২০২৪
কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে, ভারতের বিরুদ্ধে অভিযোগ কানাডার গুপ্তচর সংস্থার
গতবছর কানাডায় খুন হয়েছিলেন খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার। তাঁর খুনের জন্য ভারতকে দায়ি করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আবার ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কানাডা সরকার। কানাডার জাস্টিন ট্রুডো সরকারের অভিযোগ, তাদের ভোটে প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে ভারত।
কানাডার সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউজ’–এ সে দেশের গুপ্তচর সংস্থা ‘কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস’–এর একটা রিপোর্ট ফাঁস হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, কানাডার নির্বাচন প্রক্রিয়ায় ‘অবাঞ্ছিত হস্তক্ষেপ’ করতে পারে ভারত। ওই গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, ভারত যদি কানাডার ভোটে হস্তক্ষেপ করে, তাহলে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে ক্ষতিকর হবে। ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে রাশিয়া ও চিনের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিল ‘কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস’।
কানাডা ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় দুই দেশের কূটনৈতিক মহলে আবার সংঘাতের সম্ভাবনা তৈরি হল। গতবছর জুনে খালিস্তানপন্থী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’–এর প্রধান তথা কানাডার সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান হরদীপ সিং নিজ্জরকে গুরুদ্বার চত্বরের মধ্যেই গুলি করে খুন করা হয়। ‘কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস’–এর রিপোর্টের ভিত্তিতেই গত বছর সেপ্টেম্বরে খালিস্তানি উগ্রবাদী হরদীপ সিংহ নিজ্জরের খুনের ব্যাপারে ভারতকে দায়ি করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো।
ওই খুনের ঘটনার ভারতের গুপ্তচর সংস্থার ভূমিকা ছিল বলে দাবি করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। সেই সময় ট্রুডো বলেছিলেন, ‘আমাদের তদন্তকারী সংস্থাগুলো এ বিষয়ে আরও গভীরভাবে তদন্ত করছে। ট্রুডোর ওই মন্তব্যের পরেই ভারত ও কানাডার কূটনৈতিক মহলে সংঘাত তুঙ্গে উঠেছিল। এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়।
❤ Support Us