- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৯, ২০২৪
দুরন্ত প্রত্যাবর্তন, ক্যান্ডিডেটস দাবায় আবার যুগ্মশীর্ষে ডি গুকেশ

ক্যান্ডিডেটস দাবায় আবার চমক ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের। দশম রাউন্ড পর্যন্ত ইয়ান নেপোমনিয়াচির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন। একাদশ রাউন্ডে ফাবিয়ানো করুনার সঙ্গে ড্র করে পিছিয়ে পড়েছিলেন। দ্বাদশ রাউন্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন। আজারবাইজানের নিজাত আবাসভকে হারিয়ে আবার শীর্ষে পৌঁছে গেলেন। দ্বাদশ রাউন্ডে ইয়ান নেপোমনিয়াচি আটকে যাওয়াতেই তা–র ও হিকারু নাকামুরার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে পৌঁছলেন ডি গুকেশ।
দ্বাদশ রাউন্ডে আজারবাইজানের গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে জয় অবশ্য সহজে আসেনি ডি গুকেশের। প্রথম থেকেই দুজনের মধ্যে দারুণ টক্কর চলছিল। শেষ পর্যন্ত ৫৭ চালের পর হার স্বীকার করে নেন আবাসভ। গুকেশের শীর্ষে ওঠার পেছনে আর এক ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দর অবদানও কম নয়। তিনি আটকে দেন ইয়ান নেপোমনিয়াচিকে। দ্বাদশ রাউন্ড শেষে ডি গুকেশ, ইয়ান নেপোমনিয়াচি ও হিকারু নাকামুরার পয়েন্ট ৭.৫। ৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে ফাবিয়ানো করুনা। ৬ পয়েন্টে রমেশবাবু প্রজ্ঞানন্দ। প্রতিযোগিতার আর মাত্র ২ রাউন্ড বাকি।
ইয়ান নেপোমনিয়াচির সঙ্গে প্রজ্ঞানন্দ ড্র করলেও ফাবিয়ানো করুনার কাছে হেরে গেছেন বিদিত গুজরাটি। তিনি ৫ পয়েন্টেই আটকে রয়েছেন। অন্যদিকে, ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার আর বৈশালী সোনালি ফর্ম অব্যাহত রেখেছেন। কালো ঘুঁটি নিয়ে তিনি ইউক্রেনের আনা মুজিচুককে পরাজিত করে তৃতীয় জয় তুলে নিয়েছেন। কোনেরু হাম্পি যদিও নিজেকে আলেকসান্দ্রা গোরিচাকিনার বিপক্ষে ড্র করেছেন।
❤ Support Us