- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২০, ২০২৪
দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে লড়াই করার দারুণ সুযোগ ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের কাছে

এবছর দাবায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাবের জন্য ডিং লিরেনের মুখোমুখি হবেন কে? এই নিয়ে চলছে জোর কল্পনা। লড়াইয়ে এগিয়ে রয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ, ইয়ান নোপোমনিয়াচি ও হিকারু নাকামুরা। তবে ফাবিয়ানো করুনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাবের জন্য ডিং লিরেনের মোকাবিলা করবেন। এই মুহূর্তে ক্যান্ডিডেটস দাবায় ১২ রাউন্ড শেষে ৭.৫ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন গুকেশ, নেপোমনিয়াচি ও নাকামুরা। আর ৭ পয়েন্টে ফাবিয়ানো করুনা। এই ৪ দাবাড়ুর মধ্যে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের সম্ভাবনা কিন্তু বেশি। কারণ, বাকি দুটি রাউন্ডের মধ্যে একটা রাউন্ডে সহজ প্রতিপক্ষর মুখোমুখি হবেন গুকেশ।
ত্রয়োদশ রাউন্ডে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাচ্ছেন গুকেশ। তিনি মোকাবিলা করবেন আলিরেজা ফিরোজার। গুকেশের কাছে ম্যাচটা কিন্তু জেতার মতো। যদিও সপ্তম রাউন্ডে এই ফিরোজার কাছেই অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছিল গুকেশকে। চ্যাম্পিয়নশিপের জন্য নিশ্চিতভাবেই তিনি মরিয়া হবে। গুকেশের সুবিধা, এবার তিনে সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। শেষ রাউন্ডে হিকারু নাকামুরার বিরুদ্ধে খেলবেন গুকেশ। এটা গুকেশের পক্ষ সুবিধা। কারণ, ত্রয়োদশ রাউন্ডে ইয়ান নেপোমনিয়াচির বিরুদ্ধে খেলবেন নাকামুরা।
ইয়ান নেপোমনিয়াচিকে শেষ দুই রাউন্ডে খেলতে হবে হিকারু নাকামুরা ও ফাবিয়ানো করুনার বিরুদ্ধে। দুটি ম্যাচই নেপোমনিয়াচির কাছে কঠিন। নাকামুরার কাছেও তাই। ত্রয়োদশ রাউন্ডে নেপোমনিয়াচির বিরুদ্ধে খেলার পর শেষ রাউন্ডে তাঁকে খেলতে হবে ডি গুকেশের বিরুদ্ধে। ফলে নাকামুরার কাছেও চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা যথেষ্ট কঠিন। যদি গুকেশ ফিরোজার বিরুদ্ধে জিততে পারেন, তাহলে শেষ ম্যাচে নাকামুরার সঙ্গে ড্র করলে চ্যাম্পিয়ন হতে পারবেন। সেক্ষেত্রে তিনি ৯ পয়েন্টে পৌঁছে যাবেন।
❤ Support Us