Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৬, ২০২৪

‌ক্যান্ডিডেটস দাবায় বিশ্বের তিন নম্বরকে হারিয়ে চমক ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার বিদিত গুজরাটির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ক্যান্ডিডেটস দাবায় বিশ্বের তিন নম্বরকে হারিয়ে চমক ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার বিদিত গুজরাটির

ক্যান্ডিডেটস দাবায় দ্বিতীয় রাউন্ডেই চমক। বিশ্বের তিন নম্বর দাবাড়ু এবং প্রতিযোগিতার অন্যতম ফেবারিট হিকারু নাকামুরাকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার বিদিত গুজরাটি। কালো ঘুঁটি নিয়ে নাকামুরার বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলেন নেন এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। ক্ল্যাসিকাল দাবায় টানা ৪৭ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হার নাকামুরার। মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবাড়ু ২০২২ সালে ক্যান্ডিডেটস দাবায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিং লিরেনের কাছে শেষবার হেরেছিলেন।
ক্লাসিক্যাল দাবায় হিকারু নাকামুরার বিরুদ্ধে এই প্রথম জয় পেলেন বিদিত গুজরাটি। শুরুতেই নাকামুরাকে প্রলোভন দেখিয়ে তিনি আক্রমণের রাস্তা বেছে নেন। গুজরাটির গোপন পরিকল্পনায় নড়বড়ে হয়ে পড়েন নাকামুরা। আর নিজের খেলায় ফিরে আসতে পারেননি। ২৯ চালের পর হার স্বীকার করে নেন নাকামুরা। নাকামুরার বিরুদ্ধে প্রথম জয় পেয়ে খুশি বিদিত গুজরাটি। তিনি বলেন, ‘‌এই রকম দুর্দান্ত ওপেনিংয়ের জন্য আমার টিমকে ধন্যবাদ। ওদের পরিকল্পনার জন্যই এত ভাল ওপেনিং হয়েছে।’‌ টরন্টোতে বিদিতের সঙ্গে রয়েছেন সূর্যশেখর গাঙ্গুলি এবং ড্যানিয়েল ভুকাতুরো। বিশ্বচ্যাম্পিয়নের সময় সূর্য আগে বিশ্বনাথন আনন্দর দ্বিতীয় ছিলেন।
বিদিত গুজরাটি ছাড়াও দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন ডি গুকেশ। তিনি হারিয়েছেন স্বদেশীয় গ্র‌্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দকে। ওপেন দাবায় দ্বিতীয় রাউন্ডে সবকটি ম্যাচেই ফয়সালা হয়েছে। বিদিত গুজরাটি, ডি গুকেশ ছাড়াও জয় পেয়েছেন ইয়ান নেপোমনিয়াচ্চি, ফ্যাবিয়ানো কারুয়ানা। নেপোমনিয়াচ্ছি হারিয়েছেন আলিরেজা ফিরোজাকে। অন্যদিকে, ফ্যাবিয়ানো কারুয়ানা হারিয়েন নিজাত আবাসভ। মহিলাদের প্রতিযোগিতায় ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার আর বৈশালি হেরেছেন প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন তান ঝোংয়ের কাছে। কোনেরু হাম্পি ড্র করেছে ক্যাটেরিনা লাঙ্গোর সঙ্গে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!