Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২৪, ২০২৩

লাল গালিচায় রক্তপাত, রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনীয় তরুণীর অভিনব প্রতিবাদ। ঘটনায় দ্বিধাবিভক্ত নেট দুনিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
লাল গালিচায় রক্তপাত, রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনীয় তরুণীর অভিনব প্রতিবাদ। ঘটনায় দ্বিধাবিভক্ত নেট দুনিয়া

বিক্ষোভ জানাবার মঞ্চ হয়ে উঠল ৭৬ তম কান চলচ্চিত্র উৎসব। ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন সে দেশের জনৈক এক তরুণী। জাতীয় পতাকার রঙে পোষাক পরিধান করে কৃত্রিম রক্তে সর্বাঙ্গ রাঙিয়ে তুললেন তিনি। ঘটনাটি দেখে তাজ্জব বনে যান উপস্থিত অতিথিরা। ব্যাপারটি চোখে পড়া মাত্র দ্রুত প্রতিবাদী যুবতীকে অন্যত্র সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিও তে দেখা গিয়েছে, জনৈক তরুণী প্যালেস দে ফেস্টিভ্যাল-এর সিঁড়িতে দাঁড়িয়ে দেহের ভিতর থেকে গোপনে রাখা দুটি বেলুনের মতো জিনিস ফাটাতেই সারা দেহ ভেসে যাচ্ছে লাল রঙে। ফরাসি চলচ্চিত্র পরিচালক জাস্ট ফিলিপটের ‘অ্যাসিড’ চলচ্চিত্রটি প্রদর্শনের সময়ে এমন দুঃসাহসিক কাণ্ডটি ঘটানো হয়।  এ ঘটনায়  নেট নাগরিকদের অনেকেই তরুণীর প্রশংসা করেছেন। আবার  চলচ্চিত্র উৎসবকে রাজনৈতিক প্রতিবাদের মঞ্চ রূপে ব্যবহার করা নিয়েও অনেকে সমালোচনায় সরব হয়েছেন।

পূর্বেও বহুবার প্রতিবাদের মঞ্চ রূপে ব্যবহৃত হয়েছে কান ।  গত বছর ইউক্রেনের এক তরুণী রাশিয়ার  সেনা হামলার  বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। বুকের উপর আঁকা নীল এবং হলুদ পতাকার উপর ফুটে উঠেছিল একটি বার্তা ‘ধর্ষণ বন্ধ করুন’। ব্যাপক সাড়া ফেলে  দিয়েছিল সে ঘটনা। ৭৬ তম  চলচ্চিত্র উৎসবেও তার ব্যতিক্রম ঘটল না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!