- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৮, ২০২২
১৭ বছর পর ফরাসি মহিলা হিসেবে ডব্লুটিএ খেতাব জিতলেন গার্সিয়া

জীবনের সবচেয়ে বড় জয় পেলেন ফ্রান্সের মহিলা টেনিস তারকা ক্যারোলিনা গার্সিয়া। বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে মরশুমের শেষ ডব্লুটিএ খেতাব জিতেছেন গার্সিয়া। ফাইনালে তিনি সাবালেঙ্কাকে হারিয়েছেন ৭–৬, ৬–৪ ব্যবধানে । ফ্রান্সের দ্বিতীয় মহিলা খেলোয়ান হিসেবে ডব্লুটিএ খেতাব জিতলেন ক্যারোলিনা গার্সিয়া। ২০০৫ সালে শেষবার জিতেছিলেন অ্যামিলি মৌরেসমো।
ফাইনালে সাবালেঙ্কার বিরুদ্ধে দারুণ শুরু করেছিলেন গার্সিয়া। বিপক্ষের দু’দুবার সার্ভিস ভেঙে একসময় ৫–২ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। সেখান থেকে ৫–৫ করে এলেন। একসময় প্রথম সেটে স্কোর দাঁড়ায় ৬–৬। টাইব্রেকারে বাজিমাত করেন গার্সিয়া। ৭–৬ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটেও খারাপ লড়াই হয়নি। অস্টম গেম পর্যন্ত সমানে সমানে লড়াই জমে উঠেছিল। শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে জিতে নেন গার্সিয়া। দ্বিতীয় সেটে গার্সিয়া ১১টি ‘এস’ মারেন।
২৯ বছর বয়সী গার্সিয়া এবছর জুনের মাঝামাঝি সময়ে র্যাঙ্কিংয়ে ৭০–র বাইরে চলে গিয়েছিলেন। তারপর থেকে চারটি শিরোপা জিতেছেন, ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছে এবং এখন কেরিয়ারের সর্বোচ্চ চার নম্বরে উঠে এসেছেন। জয়ের পর গার্সিয়া বলেন, ‘যেভাবে শান্ত থেকে এবং নিজের খেলার ওপর ফোকাস করতে পেরেছি, তার জন্য আমি গর্বিত। সাবালেঙ্কা দুর্দান্ত লড়াই করে আমাকে চাপে ফেলে দিয়েছিল। কোর্টের অন্য প্রান্ত থেকে ওর ভলি দেখতে খুব ভাল লাগছিল। ওর লড়াইকে কুর্নিশ জানাচ্ছি।’
❤ Support Us