Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৩

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের কেরলে

আরম্ভ ওয়েব ডেস্ক
সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের কেরলে

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে এবার মামলা রুজু করা হল। কেরলে তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ একাধিক গ্রুপের মধ্যে তিনি ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৩ ধারা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ম, জাতি, জন্মস্থানের ভিত্তিতে একাধিক গোষ্ঠীর মধ্যে তিনি ঘৃণা ও বিভেদ তৈরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। কেরল পুলিশের সাইবার সেল এই অভিযোগ দায়ের করেছে। সম্প্রতি কোচিতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বিস্ফোরণ হয়েছিল। এরপরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন। তারপর থেকেই বিতর্ক দানা বাঁধে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মালাপ্পুরমে একটি ইসলামিক গ্রুপ একটি সভার আয়োজন করেছিল। সেখানে হামাস নেতা ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এরপরই সেই সভাকে ঘিরে ব্যপক বিতর্ক দানা বাঁধে।

এদিকে সোমবার রাজীব কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করে কিছু মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেরলের মুখ্যমন্ত্রীর  বিরুদ্ধে অভিযোগ করেন কেরলের মুখ্যমন্ত্রী নানা ধরনের চরমপন্থী লোকজনকে সহ্য করে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না । এমনকী তোষামোদের নীতিতে কেরলের মুখ্যমন্ত্রী চলছেন বলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অভিযোগ করেন।

তবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে আত্মপক্ষ সমর্থন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমি কোনও বিশেষ সম্প্রদায় সম্পর্কে একটা কথাও বলিনি। আমি বিশেষ করে হামাসের প্রসঙ্গ উল্লেখ করেছি। আর এসব দেখে মনে হচ্ছে যেন পিনারাই বিজয়ন হামাসের সঙ্গে ওই গোষ্ঠীর তুলনা করছেন।

কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি প্রেস কনফারেন্সে চন্দ্রশেখরের পোস্টের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে বিজেপি নেতার বক্তব্যগুলি তার “পরম সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির” প্রতিফলন। তারপর থেকে উভয় নেতাই একে অপরের বিরুদ্ধে মৌখিক আক্রমণ প্রতিআক্রমণ   করছেন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেরলের মুখ্যমন্ত্রীকে “মিথ্যাবাদী” বলে অভিহিত করেছেন, পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে “অত্যন্ত বিষাক্ত” বলে আখ্যায়িত করছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!