Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৯, ২০২৩

মামলার চাপে ন্যুব্জ । রাজ্য পুলিশের কাছে কর্মী চেয়ে হাই কোর্টে আর্জি সিবিআই এর

আরম্ভ ওয়েব ডেস্ক
মামলার চাপে ন্যুব্জ । রাজ্য পুলিশের কাছে কর্মী চেয়ে হাই কোর্টে আর্জি সিবিআই এর

রাজ্যে একের পর এক মামলায় তদন্তের চাপে ন্যুব্জ সিবিআই। যে পরিমাণ তদন্তের দায়িত্ব তাদের হাতে রয়েছে সেই পরিমাণ লোকবল তাদের নেই। তাই বুধবার রাজ্য পুলিশের থেকে কর্মী চেয়ে হাই কোর্টে আর্জি জানাল সিবিআই। সিবিআইয়ের সেই আর্জিতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে একটি বিশেষ নির্দেশ এদিন পাঠিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই মুহূর্তে রাজ্যের অনেকগুলি মামলার তদন্ত করছে সিবিআই। এর মধ্যে রয়েছে সারদা, নারদা, কয়লা ও গরু পাচার, শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ মামলাগুলি।  পাশাপাশি আরও অনেক তদন্তের দায়িত্ব পড়েছে তাদের উপর। যার মধ্যে কয়েকটি মামলায় অভিযুক্ত রাজ্যের শাসকদলের নেতা, বিধায়ক, সাংসদরা। অনেককে ডেকে পাঠিয়ে জেরাও করা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সিবিআইয়ের তাদের আর্জিতে উল্লেখ করেছে, একসঙ্গে এত মামলা সামলানোর মতো লোকবল তাদের নেই। অন্তত রাজ্য পুলিশ থেকে দু’জন সাব ইনস্পেক্টর এবং আটজন কনস্টেবল মিলিয়ে মোট ১০ জন কর্মী তাদের দেওয়া হোক। যারা সিবিআইকেই সাহায্য করার দায়িত্বে পুরোপুরি থাকবে।

সিবিআই-এর এই প্রয়োজনের গুরুত্ব বিচার করে রাজ্যের মুখ্য সচিবকে কয়েকটি নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে ওই ১০ জনকে সিবিআইকে ডেপুটেশনে দিতে হবে।

এদিন একইসঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ক্যাম্প করার আর্জি নিয়েও হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আর্জি জানায় সিবিআই। তাদের বক্তব্য, সমবায় দুর্নীতির গভীরে খুঁজতে উত্তরবঙ্গে ক্যাম্প করে তদন্ত করার দরকার রয়েছে। সিবিআইয়ের এই আবেদন মঞ্জুর করে এবিষয়ে রাজ্যকে তাঁদের থাকার ঘর ও যাতায়াতের গাড়ির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!