- দে । শ
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
মণিপুরে সিবিআই তদন্তকারী দলকে নিরাপত্তা দেবে সিআরপিএফ

মণিপুরে সহিংসতার তদন্তে সিবিআই কাজ করছে, এবার তাদের নিরাপত্তার জন্য সিআরপিএফ-কে দায়িত্ব দেওয়া হল। মণিপুরের হিংসার তদন্তে সেই রাজ্যে সিবিআই তদন্ত করছে। প্রমাণ অনুসন্ধানের জন্য সিবিআইকে ওই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। তাই তাদের নিরাপত্তার জন্য সিআরপিএফ-কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সিবিআই-র এক শীর্ষ করতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
বুধবার ইম্ফলে সিবিআই-র বিশেষ অধিকর্তা অজয় ভাটনগরের নেতৃত্বে সিবিআই-র একটি বিশিষ দল পৌঁছেছে । সম্প্রতি দুই পড়ুয়ার অপহরণ ও তার পরে তাদের খুন হওয়ার ঘটনা সোশ্যাল মেডিয়ায়তে ভাইরাল হওয়ার পর সিবিআই এই ঘটনার তদন্তের জন্য ইম্ফলে গিয়েছে। এই খুনের ঘটনার পুনর্নির্মাণ, ফরেনসিক তদন্তের জন্য টিম পাঠানো, ঘটনাস্থল পরিদর্শন করে সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে সিবিআই ইম্ফলের ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে তদন্ত করছে, এই সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে সিবিআই ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাবে। এই তদন্ত দ্রুত সম্পন্ন করতে , সিবিআই আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআরপিএফ-কে সিবিআই-র নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয়েছে বলে সিবিআই-র এক শীর্ষ করতে জানিয়েছেন।
সিবিআই মনিপুরে ১১টি এফআইআর নথিভুক্ত করেছে, যার মধ্যে দুজন আদিবাসী যুবতীকে নগ্ন করে রাজপথে প্রকাশ্যে প্যারেড করাবার ঘটনাও রয়েছে।
❤ Support Us