Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৭, ২০২৩

আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতির তদন্তে সিবিআই। তল্লাশি ম্যানেজারের বাড়িতে

আরম্ভ ওয়েব ডেস্ক
আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতির তদন্তে সিবিআই। তল্লাশি ম্যানেজারের বাড়িতে

চিত্র : সংবাদ সংস্থা

আলিপুরদুয়ারের একাধিক জায়গায় সমবায় গোষ্ঠীর আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই-র অভিযান। শনিবার ভোর থেকেই সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী এবং সহ হিসাবরক্ষক শম্পা চৌধুরীর বাড়িতেও জোর তল্লাশি শুরু করে সিবিআই। সমবায় কর্মী পঙ্কজ গুহ আচার্য এবং তাঁর ভাই পান্না গুহ আচার্যের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। “সত্য সামনে আসবেই”, বলে এই তল্লাশির পর মন্তব্য করেছেন সিবিআই তল্লাশিতে খুশি অভিযোগকারী অলোক রায়। এই ঘটনায় চলছে ম্যারাথন সিবিআই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের রেশ পৌঁছয় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলেই অভিযোগ ওঠে।

সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি বলেই জানায় সিবিআই। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতেই চরম বিরক্তও হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি শেষে রাজ্য সরকারকে জরিমানাও করেন বিচারপতি। পরে তিনি সাফ জানান ইডি এবং সিবিআই একযোগে তদন্ত করবে বলেই জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখে। সেই অনুযায়ী আলিপুরদুয়ারে সমবায় সমিতিতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির মামলার একযোগে তদন্ত করছে সিবিআই ও ইডি।

এই সমবায় সমিতিতে টাকা রেখে সেই টাকা চাইতে ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে আমানতকারীরা এলে তিনি তাদের ওপর কুকুর লেলিয়ে দিতেন বলে অভিযোগ করছেন আমানতকারীরা। বহুবার টাকা তুলতে এলে আমানতকারীদের ফিরিয়ে দেওয়া হতো, একের পর এক তারিখ দেওয়া হতো। এবার সিবিআই তল্লাশিতে অমানিতকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন, তাঁরা মনে করছেন, এবার হয়তো তাঁরা তাদের কষ্টার্জিত জমা টাকা ফেরত পাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!