Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৪

মণিপুর সহিংসতা : নিখোঁজ ছাত্র-ছাত্রী মামলায় ২টি পৃথক চার্জশিট পেশ করল সিবিআই

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুর সহিংসতা : নিখোঁজ ছাত্র-ছাত্রী মামলায় ২টি পৃথক চার্জশিট পেশ করল সিবিআই

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই মণিপুর সহিংসতার দুটি আন্তঃসম্পর্কিত মামলায় পাঁচ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুটি পৃথক চার্জশিট দাখিল করেছে। আসামের গুয়াহাটি, কামরুপ (এম) মুখ্য বিচারি বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিটগুলি দাখিল করা হয়েছে।

মণিপুর সরকারের অনুরোধের প্রেক্ষিতে সিবিআই ২৩ আগস্ট, ২০২৩-এ একটি মামলা নথিভুক্ত করে। তদন্ত সংস্থাটি ৮ জুলাই ইম্ফল পুলিশ দ্বারা নথিভুক্ত করা মামলার তদন্তভার গ্রহণ করে। এক অভিভাবকের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয় যে তাদের নাবালিকা মেয়েকে অন্য নাবালক ছেলে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে বাধ্য করার অভিপ্রায়ে অপহরণ করেছে।

একই সাথে, অভিযুক্ত নাবালক ছেলের বাবা ১৯ জুলাই ইম্ফল পশ্চিমের ল্যামফেল থানায় একটি এফআইআর নথিভুক্ত করেছিলেন। ওই এফআইআর-এ তিনি দাবি করেছিলেন যে তার ১৭ বছর বয়সী ছেলে ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল এবং তাকে অপহরণ করা হতে পারে। অবশেষে সরকারের অনুরোধের পর সিবিআই গত ২৩ আগস্ট, ২০২৩, এই মামলার দায়িত্ব নেয়।

তদন্তে জানা গিয়েছে, ৬ জুলাই সকালে ছেলেটি নাবালিকা মেয়েটির টিউশন ক্লাসে যায় এবং তাকে সেখান থেকে তার বাইকে তুলে নেয়। তারপর পুরানো কাছাড় রোডে বিষ্ণুপুর এবং থাস ভিউ পয়েন্ট এলাকার দিকে যাওয়ার সময় দুজনকে পথে আটকানো হয়। অভিযুক্তরা তারপর ওই  ছেলে ও মেয়েটিকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। তদন্তের সময় চারজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে তারা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। তদন্ত ও অনুসন্ধানের পর সিবিআই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে উভয় ক্ষেত্রেই পৃথক চার্জশিট দাখিল করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!