- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২৬, ২০২৪
সন্দেশখালিতে বোমা, কার্তুজ সহ বিপুল আগ্নেয়াস্ত্র, আরো অস্ত্রের খোঁজে সরবেড়িয়ায় রোবট নিয়ে তল্লাশি। তৃণমূলের অভিযোগ, ব্যাপক ষড়যন্ত্র

রেশ মিটতে মিটতেই ভোটের মুখে আবার শিরোনামে সন্দেশখালি। এবার মজুত অস্ত্রের খোঁজে সরবেড়িয়ায় রোবট নিয়ে তল্লাশি দিনভর। অস্ত্রের সন্ধানে এবার সন্দেশখালিতে এনএসজি কমান্ডো নিয়ে ঢুকল সিবিআই। সন্দেশখালির সরবেড়িয়ায় একটি বাড়িতে রোবট দিয়ে তল্লাসি চালায়। উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ, রিভলবার সহ বিদেশী আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। সরবেড়িয়া যে বাড়িতে তল্লাশি চালানো হয় তার মালিক আবু তালেব। পেশায় টোটো চালক। বাড়ির চারপাশে মাছের ঘেরি । বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ ছিল না। সিবিআই আধিকারিকরা গিয়ে বিদ্যুৎ দপ্তরকে ডেকে বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে নেয়। ইট বেছানো রাস্তা পেরিয়ে বাড়িটিতে অস্ত্র রাখা থাকতে পারে এটা শুনেই এলাকার মানুষ স্তম্ভিত। আবু তালেবের বিরুদ্ধে আগে কোন অসামাজিক কার্যকলাপের যোগ জানা নেই এলাকার মানুষের।
নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এসব তৈরি করা হচ্ছে না তো? এমন প্রশ্ন উঠছে। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘এসব কী করে হচ্ছে বুঝতে পারছি না। ওখানে অস্ত্র লোকানো আছে কেউ জানল না, কিছু মিডিয়াকে সঙ্গে করে এনে সিবিআই এসে তা উদ্ধার করে নিয়ে গেল। হতেও পারে ভোটের আগে এসব পরিকল্পনা করে করা হচ্ছে।’ আজ, শুক্রবার সকালে সিবিআই আধিকারিকরা সন্দেশখালি সরবেড়িয়া তদন্তে আসেন। সরবেড়িয়া আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় সিআরপিএফ জওয়ানরা মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান করে গোটা এলাকা। সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে বাড়ির চারপাশ। সারধণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। সাংবাদিকদের কাছে ঘেঁসতে দেওয়া হয়নি। আশপাশের গুটিকয়েক বাড়ি ফাঁকা করে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়। সিবিআই এদিন এনএসজি বোম্ব ডিসপোজাল টিম নিয়ে ঢুকে পড়ে আবু তালেবের বাড়িতে । ওই বাড়ির মেঝে খুঁড়ে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র খোঁজে স্বয়ংক্রিয় রোবট ব্যবহার করা হয়। প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে রোবটের মাধ্যমে তল্লাশি চলে।
সকাল সাড়ে ১১ টা নাগাদ তল্লাশী শুরু হয় সন্ধ্যার পরেও অন্ধকারে মধ্যে সিবিআই, এনএসজি কমন্ডোরা তদন্ত চালিয়ে যায়। জানা গেছে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে ১২৮ রাউন্ড কার্তুজ, ৫ টি রিভলবার, ২ পিস্তল সহ বিদেশী আগ্নেয়াস্ত্র। প্রচুর বিস্ফোরক মজুত ছিল ওই বাড়িতে। যার বাড়িতে এদিন তল্লাশি চলে সেই আবু তালেব মোল্লা শেখ শাহাজানের এক পার্শ্বচর হাফিজুল খাঁর ভগ্নিপতি। আবু তালেবের খোঁজ মেলেনি। তবে তার স্ত্রী কন্যা এদিন সকালে বাড়িতে ছিল।
❤ Support Us