Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৩

ভাটপাড়ায় নিহত ভিকি যাদবের বাড়িতে সিবিআই, ভিকি ঘনিষ্ট হরেরাম-এর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাটপাড়ায় নিহত ভিকি যাদবের বাড়িতে সিবিআই, ভিকি ঘনিষ্ট হরেরাম-এর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

সম্প্রতি ভাটপাড়ায় শুটআউটে নিহত হয়েছেন তৃণমূল কর্মী ভিকি যাদব। এবার তাঁর বাড়িতে সিবিআই শনিবার দুপুরে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই সদস্যের প্রতিনিধি দল। প্রায় মিনিট পনেরো সিবিআই আধিকারিকরা নিহত তৃণমূল কর্মীর ১৭ নম্বর ওয়ার্ডের পুরানি তলব এলাকার বাড়িতে ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের ঘটনায় প্রধান সাক্ষী ছিলেন ভিকি যাদব। সেই মামলার তদন্তেই সিবিআই হানা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সন্ধ্যায় জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় শুটআউটের ঘটনা ঘটে। নিজের বাড়ির সামনেই গুলিতে ঝাঁজরা হয়ে যান তৃণমূল কর্মী ভিকি যাদব। এই ঘটনার তদন্তে বারাকপুর কমিশনারেটের ডিসি (নর্থ) শ্রীহরি পাণ্ডের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। একাধিক এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, চারজন ভাড়াটে খুনি এসেছিল। তারা প্রথমে মেঘনা মিল সংলগ্ন একটি ফাঁকা কোয়ার্টারে আসে। সেখানে কিছুক্ষণ থাকার পর তাদের মধ্যে তিনজন বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে ভিকিকে খুন করে। এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুজন খুনিকে আশ্রয় দিয়েছিল। এদের জিজ্ঞাসাবাদ করে খুনিদের সন্ধান করার চেষ্টা করছে পুলিশ।

ভিকি যাদবের খুনের ঘটনায় ধরপাকড়ের মাঝেই খুন হওয়া তৃণমূল কর্মীর এক ঘনিষ্ঠের রহস্যমৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বছর বাইশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, ভিকির খুনের ঘটনার পর বারবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল ওই যুবককে। মৃত যুবকের নাম হরেরাম সাউ। ধৃত অংকিত কুমার সিঙ্গার সঙ্গে হরেরাম-এর সঙ্গে ২১ নভেম্বর সন্ধ্যা ৭টার সময় কথা হয়েছিল বলে জানা যাচ্ছে। তাই হরেরামকে পুলিশ জেরার জিন্য ডাকে, তাঁর মোবাইল নিয়ে নেয়। মৃত স্থানীয় একটি জুট মিলের কর্মী। একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, “আমি ভিকি যাদব খুনের ব্যাপারে কিছুই জানি না। তোমাদের যদি মনে হয় আমি ভিকির খুনে যুক্ত তো ঠিক আছে, আমি ভিকি ভাইয়ার কাছেই যাচ্ছি। এই ঘটনার সঙ্গে আমি এবং আমার পরিবারের কেউই যুক্ত নয়। আমি তোমাকে মিস করছি ভিকি ভাইয়া। আমি আকাশ ভাইয়াকেও মিস করছি। আমিও তোমাদের কাছেই যাচ্ছি। ছোটু আমাকে তুই ভুল বুঝিস না। ছোটু আমার মাকে দেখিস।” ভিকি এবং ভিকি ঘনিষ্ঠের মৃত্যুর তদন্তের মাঝেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই হানা নিয়ে এবার জল্পনা শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!