Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৭, ২০২৩

হাইকোর্টের নির্দেশে শীর্ষ আদালতের অন্তবর্তী স্থগিতাদেশ । তার মাঝেই মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেককে নোটিশ দিল সিবিআই

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টের নির্দেশে শীর্ষ আদালতের অন্তবর্তী স্থগিতাদেশ । তার মাঝেই মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেককে নোটিশ দিল সিবিআই

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পাদ্রিওয়ালার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ এপ্রিল। কিন্তু তার মাঝেই জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে নোটিশ পাঠালো সিবিআই।

গত ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গ পুলিশ তদন্তকারী সিবিআই এবং ইডি-র গোয়েন্দাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে না। সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই দুর্নীতি মামলার আরেক অভিযুক্ত কুন্তল ঘোষকে ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে। তাছাড়া এই জিজ্ঞাসাবাদ পর্ব দ্রুত সমাধা করতে হবে।

এরপর এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ আসে অভিষেক এবং নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলকে সিবিআই, ইডি আগামী ২৪ এপ্রিল শুনানির দিন পর্যন্ত জেরা করতে পারবে না। কিন্তু তার মাঝেই  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, এদিন দুপুরে ই-মেইল মারফত নোটিশ পাঠানো হয়েছে অভিষেককে।ফলে নতুন করে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এদিন শিক্ষক দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে গত ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানান। এই মামলায় এদিন সুপ্রিম কোর্ট আগামী ২৪ এপ্রিল পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে স্থগিতাদেশ দেওয়ায় তৃণমূল খানিক স্বস্তি পেল। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অভিষেক অভিযোগস করছিলেন, স্কুলের নিয়োগের দুর্নীতি মামলায় ধৃতদের মুখে তাঁর নাম বসাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই অভিযোগ করেছেন এই মামলায় ধৃত কুন্তল ঘোষ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!