Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৯, ২০২৪

মীনাক্ষীকে তলব সিবিআই–য়ের, আইনজীবী নিয়ে হাজির সিজিও কমপ্লেক্সে

আরম্ভ ওয়েব ডেস্ক
মীনাক্ষীকে তলব সিবিআই–য়ের, আইনজীবী নিয়ে হাজির সিজিও কমপ্লেক্সে

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এবার ডিওয়াইএফআই–এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে তলব করল সিবিআই। আজ সকাল ১১টায় নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তিনি হাজির হন। মীনাক্ষীর সঙ্গে রয়েছেন একজন আইনজীবীও।
এদিন সিবিআই দফতরে ঢোকার সময় মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের বলেন, ‘‌তদন্তে সহযোগিতা করার জন্য সিবিআই ডেকেছে। তাই এসেছি। নির্যাতিতা যাদে বিচার পান, তারজন্য সব রকমের সহযোগিতা করব।’ আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ১৪ আগাস্ট মধ্যরাতে রাত দখল কর্মসূচি চলছিল। সেই সময় হাসপাতালে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের সময় মীনাক্ষীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করছিল ডিওয়াইএফআই। সেই ঘটনাতেই মীনাক্ষীকে তলব করা হয়েছে বলে জানা গেছে।
কয়েকদিন আগেই সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে মীনাক্ষী মুখার্জিকে ফোন করেছিলেন একজন। এরপর সিপিআইএমের পক্ষ থেকে ওই ব্যক্তির ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। সত্যিই যে তিনি সিবিআই আধিকারিক, তা নিশ্চিত হওয়ার পরই সিবিআই দফতরে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন মীনাক্ষী। তিনি সংগঠনের কাজে উত্তরবঙ্গে ছিলেন। আজ সকালে রায়গঞ্জ থেকে কলকাতায় ফেরেন। শিয়ালদহ স্টেশনে নেমে সরাসরি সল্টলেকে সিজিও কমপ্লেক্সে চলে যান মীনাক্ষী।
১৪ আগস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাম ও বিজেপি–র দিকেই আঙুল তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন বিক্ষোভের সময় ডিওয়াইএফআই–এর পতাকা দেখা গিয়েছিল। তার আগে ৯ আগস্ট পুলিশ যখন নির্যাতিতার দেহ দাহ করার জন্য নিয়ে যাচ্ছিল, মীনাক্ষীই শববাহী গাড়ির সামনে দাঁড়িয়ে আটকে দিয়েছিলেন। এই ব্যাপারে সিবিআই মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্র মারফত জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!