শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই-স্ক্যানারে দমকলমন্ত্রী সুজিত বসু। আগামী ৩১ অগাস্ট বেলা ১১টায় নিজাম প্যালাসে সিবিআই দফতরে রাজ্যের মন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে সুজিত বসুকে এই হাজিরার নোটিসও পাঠানো হয়ে গেছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিআরপিসি ১৬০ নম্বর ধারাতে নোটিস পাঠানো হয়েছে। তিনি এক সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। যা খারিজ করে আগের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। এরপর এই বিষয়ে ইডি, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। ওই মামলার শুনানিতেও রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তখন থেকেই কোমর বেঁধে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পড়েছিল সিবিআই।
এদিকে বেশ কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ১৪টি পুরসভায় একসঙ্গে অভিযান চালিয়েছিল সিবিআই। ওই অভিযানে বহু নথি হাতে আসে সিবিআই-র।তদন্তকারী সংস্থার আধিকারীকদের এমনটাই দাবি। সেই সূত্র ধরেই মন্ত্রী সুজিত বসুকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। সিবিআই সূত্রে জানা গেছে পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও অনেক পরিচিত ও প্রভাবশালীকে ডাকতে চলেছেন তাঁরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34