- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৩, ২০২৪
সিবিএসই দ্বাদশে পাসের হার ৮৭.৯৮ শতাংশ, ছাত্রদের টেক্কা ছাত্রীদের
প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণীর ফলাফল। এবছর পাশের হার ৮৭.৯৮ শতাংশ। ২০২৩ সালে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাসের হার ছিল ৮৭.৩৩ শতাংশ। গতবছরের তুলনায় পাসের হার ০.৬৫ শতাংশ বেড়েছে। পাসের দিক দিয়ে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে।
cbseresults.nic.in, digilocker.gov.in, results.gov.in ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই–র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। শেষ হয় ২ এপ্রিল। একই দিনে শুরু হয়েছিল সিবিএসই–র দশম শ্রেণীর পরীক্ষাও। কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর দ্বাদশ শ্রেণীতে মোট ১৬৩৩৭৩০ জন ছাত্র–ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভূক্ত করেছিল। এদের মধ্যে পরীক্ষায় বসেছিল ১৬২১২২৪ জন। উত্তীর্ণ হয়েছে ১৪২৬৪২০ জন।
ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রীদের পাশের হার যেখানে ৯১.৫২ শতাংশ, সেখানে ছাত্রদের পাসের ৮৫.১২ শতাংশ। তৃতীয় লিঙ্গের পাশের হার ৫০ শতাংশ। ২০২৩ সালে ছাত্রীদের পাশের হার ছিল ৯০.৬৮ শতাংশ। ৮৪.৬৭ শতাংশ ছাত্রী পাশ করেছিলেন। তৃতীয় লিঙ্গের পাশের হার ছিল ৬০ শতাংশ। মোট ১১৬১৪৫ জন পরীক্ষার্থী এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে, যা মোট পাস করা পরীক্ষার্থীর ৭.১৬ শতাংশ।এদের মধ্যে ২৪০৬৮ জন ছাত্র ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে, যা মোট পাস করা ছাত্রদের ১.৪৮ শতাংশ।
জোন ভিত্তিতে সবথেকে ভাল ফল করেছে ত্রিবান্দ্রম। এই জোনে পাশের হার ৯৯.৯১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বিজওয়াড়া জোন। এখানে পাসের হার ৯৯.০৪ শতাংশ। চেন্নাই জোনে ৯৮.৪৭ শাতংশ, বেঙ্গালুরু জোনে ৯৬.৯৫ শতাংশ, দিল্লি পশ্চিম ও পূর্ব জোনে পাসের হার যথাক্রমে ৯৫.৬৪ ও ৯৪.৫১ শতাংশ। অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে ৭ নম্বরে রয়েছে চণ্ডীগড় (৯১.০৯ শতাংশ)। এরপর যথাক্রমে রয়েচে পঞ্চকুলা (৯০.২৬ শতাংশ), পুণে (৮৯.৭৮ শতাংশ), আজমেঢ় (৮৯.৫৩ শতাংশ), দেরাদুন (৮৩.৮২ শতাংশ), পাটনা (৮৩.৫৯ শতাংশ), ভুবনেশ্বর (৮৩.৩৪ শতাংশ), ভোপাল (৮২.৪৬ শতাংশ), গুয়াহাটি (৮২.০৫ শতাংশ), নয়ডা (৮০.২৭ শতাংশ) এবং প্রয়াগরাজ (৭৮.২৫ শতাংশ)।
❤ Support Us