Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১২, ২০২৩

সিবিএসই দ্বাদশে কমল পাশের হার। ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা। মেধাতালিকা অঘোষিত

আরম্ভ ওয়েব ডেস্ক
সিবিএসই দ্বাদশে কমল পাশের হার।  ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা।  মেধাতালিকা অঘোষিত

প্রকাশিত হল সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। শুক্রবার সকালে নিজেদের টুইটার হ্যাণ্ডেল থেকে এ সংবাদ জানায় কেন্দ্রীয় বোর্ড। পরীক্ষার্থীরা সিবিএসই-র সরকারি ওয়েবসাইট সিবিএসই রেজাল্টস.নিক.ইন এবং রেজাল্টসসিবিএসই.নিক.ইন থেকে তাদের রেজাল্ট জানতে পারবে। ডিজিলকার মাধ্যমে রেজাল্ট দেখার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকেও ফলাফল জানা যাবে।

সিবিএসই-এর দ্বাদশের বোর্ড পরীক্ষায় এবছর পাশের হার ৮৭.৩৩ শতাংশ। যা গত বারের থেকে অনেকটা কম। গতবার পাশের হার ছিল ৯২.৭১ শতাংশ। কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাক কোভিড পর্বের থেকে এবারে পাশের হার অনেকে বেশি। ২০১৯ সালের বোর্ড এক্সামে পাশের হার ছিল ৮৩.৪ শতাংশ। এবছর মোট ১৬,৬০,৫১১ জন পড়ুয়া পরীক্ষায় বসেছিল। যার মধ্যে পাশ করেছেন ১৪,৫০,১৭৪। তবে, ফলাফলের বিচারে ছেলেদের ছাপিয়ে গেছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯০.৬৮ শতাংশ। ছেলেদের ৮৪.৬৭ শতাংশ। উল্লেখ্য , ট্রান্সজেন্ডারদের আলাদা করে পরীক্ষায় পাসশের হার জানিয়েছে সিবিএসই। তাদের পাশের হার ৬০ শতাংশ।

কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে, অবাঞ্ছিত প্রতিযোগিতা এড়াতে কোনো মেধা তালিকা তাঁরা ঘোষণা করেন নি। তবে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেই ০.১ শতাংশ পড়ুয়াদের বিশেষ শংসা পত্র দেওয়া হবে।

স্কুলে হিসেবে যদি দেখা যায়, তাহলে সবচেয়ে ভালো ফল করেছে জহর নবোদয় বিদ্যালয়। পাশের হার সেখানে ৯৭.৫১ শতাংশ। তারপর আছে যথাক্রমে সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল অ্যাডমিনিস্ট্রেশন (৯৬.৭৭ শতাংশ) এবং কেন্দ্রীয় বিদ্যালয় (৮২.৫১ শতাংশ)।

অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষস্থানে রয়েছে ত্রিবান্দ্রম । পাশের হার ৯৯.৯১ শতাংশ। তারপর রয়েছে যথাক্রমে বেঙ্গালুরু (৯৮.৬৪ শতাংশ), চেন্নাই (৯৭.৪ শতাংশ), দিল্লি পশ্চিম (৯৩.২৪ শতাংশ), চণ্ডীগড় (৯১.৮৪ শতাংশ) এবং দিল্লি পূর্ব (৯১.৫ শতাংশ)। সিবিএসই-র ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় এক লাখের বেশি পড়ুয়া ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন (১,১২,৮৩৮ জন)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!