- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৪
পুঞ্ছ হামলায় তিন জঙ্গির ছবি প্রকাশ্যে। প্রবল হচ্ছে লস্কর-জইস যোগ

গত ৪মে জম্মু কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয়ে হামলাকারী ৩ জঙ্গির ফুটেজ ছবি প্রকাশিত হল জম্মু – কাশ্মীর পুলিশের তরফ থেকে। গত সপ্তাহের ওই জঙ্গি হামলায় এক বায়ুসেনার নিম্ন পদস্থ অফিসার ভিকি পাহাড়েশহিদ হন ও চারজন জওয়ান আহত হন। খবর অনুযায়ী ওই তিন জঙ্গি উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসল্ট রাইফেল, এম-৪ এবং রাশিয়ার একে-৪৭ ব্যবহার করে হামলা চালায় বলে জানা গিয়েছে।
তিনজনের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে। একজন পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কম্যান্ডো ইলিয়াস। তার সঙ্গী ছিল হাদুন নামের এক সন্ত্রাসবাদী। এছাড়া তৃতীয় ব্যক্তি হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তইবার ‘আবু হামজা’ কোডনেমধারী এক রহস্যময় ব্যক্তি।
সূত্র মতে জঙ্গিরা জইশ-ই-মোহাম্মদের সহযোগী পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF) এর হয়ে হামলা চালা বলে জানা যাচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশের স্কেচ অনুযায়ী , ত্রিশ থেকে বত্রিশ বছর বয়সী হামজার উচ্চতা মাঝারি, গায়ের রঙ ফর্সা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে ছাঁটা। তাকেই শেষবার দেখা গেছে পাঠানি স্যুট পরিহিত অবস্থায়।তার কাঁধে ছিল একটি কমলা রঙের ব্যাগ।
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই পুঞ্ছ , রাজৌরি প্রভৃতি সেক্টরে চলছে জঙ্গিহানা। রাজৌরিতে একটি মসজিদের বাইরে একজন বছর চল্লিশের সরকারি কর্মচারীর মৃতদেহ আবিষ্কার হয়। রাজ্জাক নামের ওই ব্যক্তি সমাজকল্যাণ বিভাগে চাকরি করতেন। তাঁকে এম-৪ অ্যাসল্ট রাইফেল এবং পিস্তল ব্যবহার করে হত্যা করা হয়েছিল।
সঙ্গে ছিলেন তাঁর ভাই। পেশায় তিনি টেরিটোরিয়াল সেনাবাহিনীতে জওয়ান। জঙ্গিরা চেষ্টা করে তাঁকে অপহরন করতে , কিন্তু তিনি অক্ষত শরীরে পালাতে সক্ষম হন। নিরাপত্তা আধিকারিকদের বিশ্বাস এই আক্রমণের পিছনে হাত আছে আবু হামজার।
ভোটের আগে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুঞ্ছ অনন্তনাগ – রাজৌরি সংসদীয় কেন্দ্রের অন্তর্গত। আগামী ২৫ মে সেখানে ষষ্ঠ দফার লোকসভা ভোট। তার আগে একের পর এক জঙ্গিহানার ঘটনা কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে নিরাপত্তা আধিকারিকদের।
❤ Support Us