- দে । শ
- মে ২৪, ২০২৪
ধর্মরাজের গাজন ঘিরে উৎসব কাটোয়ায়

কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামে শুরু হয়েছে বহু প্রাচীন ধর্মরাজের গাজন। গাজন দেখতে গোটা এলাকার মানুষের ঢল ঘোড়ানাশ গ্রামে। এই ধর্মরাজ পারিবারিক, গ্রামের জমিদারদের ঠাকুর। জমিদার বংশের বর্তমান প্রজন্ম শচীন্দ্র প্রসাদ চক্রবর্তী, এলাকার সমাজকর্মী গৌরনাথ চক্রবর্তীদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় ৩০০ বছরের প্রাচীন এই ধর্মরাজ ঠাকুর। ফি-বছর এই সময় গাজন উৎসব হয়।
উৎসবের অঙ্গ হিসেবে ভক্ত-সন্ন্যাসীদের উত্তরীয় পরানো হয়। তারপর স্থানীয় দাঁইহাটের ভাগীরথীর ঘাটে শোভাযাত্রা সহকারে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। নির্বাচিত ২ সন্ন্যাসীকে বাণ ফোঁড়ানো হয়। তারা সেই অবস্থায় নাচতে নাচতে গ্রাম প্রদক্ষিণ করেন। এই ধর্মরাজ ঠাকুর ঘুরে ঘুরে ঘোড়ানাশ-সহ মুস্থূলী, আমডাঙ্গা গ্রামের বাড়িতে বাড়িতে পূজিত হন। এই উপলক্ষ্যে নীল পুজোও হয়। শিবের গাজনের মতই তিনদিনের শেষে চড়ক পুজো হয়। এবারে এলাকার ৬২ জন ধর্মরাজের সন্ন্যাসী হয়েছেন।
❤ Support Us