- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২২, ২০২৪
অমিতাভ থেকে শচীন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে তারকার মেলা
অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে তারকার মেলা। হাজির অমিতাভ বচ্চন থেকে শুরু করে শচীন তেন্ডুলকার পর্যন্ত জনপ্রিয় বহু মুখ।
অমিতাভ বচ্চন ছাড়াও অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, অংশুমান খুরানা, রোহিত শেঠিরা অনুষ্ঠানে এসেছেন। মুম্বই থেকে যোগ দিয়েছেন ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকার। সাদা কুর্তা-পাজামা পরিহিত অমিতাভ বচ্চনকে হীরে মুম্বই এয়ারপোর্টে ছিল উৎসাহ তুঙ্গে। শচীন তেন্ডুলকারকে ঘিরেও ছিল অত্যুৎসাহীদের ভিড়।
তেলেগু সিনেমার অভিনেতা রাম চরণ এবং চিরঞ্জীবী ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে অযোধ্যায় এসে পৌঁছেছেন। আরও দুই দক্ষিণী অভিনেতা রজনীকান্ত ও ধানুস রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের একদিন আগেই অযোধ্যায় উপস্থিত হয়েছেন। এছাড়া অনুপম খের ও রণদীপ হুডাও রবিবারই অযোধ্যায় হাজির হয়েছেন। অযোধ্যায় যাওয়ার সময় গেরুয়া পতাকা হাতে বিমানে বসা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম খের। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমি রাম ভক্তদের সঙ্গে অযোধ্যা যাচ্ছি। আমরা আশীর্বাদ ধন্য। গোটা দেশ আশীর্বাদ ধন্য।”
অভিনেত্রী কঙ্গনা রানওয়াতও অযোধ্যায় চলে এসেছেন একদিন আগেই। সোমবার অযোধ্যায় পৌঁছে গেলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী শ্রীরাম নেনে। ভারতীয় ঐতিহ্য মেনে শাড়ি পরেই অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠানে অনুষ্ঠানে হাজির মাধুরী তার স্বামী শ্রীরাম নেনে পরে এসেছেন কুর্তা ও পাজামা।
❤ Support Us