Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১০, ২০২৩

৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে চলেছে তাপমাত্রা।নববর্ষেও নেই নিস্তার। এখনি সম্ভাবনা নেই বৃষ্টির জানালো হাওয়া অফিস

আরম্ভ ওয়েব ডেস্ক
৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে চলেছে তাপমাত্রা।নববর্ষেও নেই নিস্তার। এখনি সম্ভাবনা নেই বৃষ্টির জানালো হাওয়া অফিস

চিত্র: সংবাদ সংস্থা

গরমে হাসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এই সমস্যা থেকে রেহাই মেলার কোনও আশা আপাতত নেই। ফলে গরমের হাত থেকে নিস্তার মিলবে না মহানগরী কলকাতার বাসিন্দাদের। গত সপ্তাহেও তাপমাত্রা চড়চড় করে বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিরও তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া অফিস সূত্রের খবর, চলতি সপ্তাহে বুধবারের মধ্যে কলকাতার তাপমাত্রা আরও বাড়তে চলেছে। এই সময়সীমায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে বলেই মনে করা হচ্ছে। ফলে মানুষের ভোগান্তি যে বাড়তে চলেছে।

চলতি সপ্তাহে গ্রীষ্মের দাবদাহ থেকে মিলবে না নিস্তার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। ফলে পয়লা বৈশাখে বর্যবরণের দিনেও ঘেমেনেয়ে একাকার হতে হবে মহানগরীর বাসিন্দাদের। আর বৃষ্টিপাতেরও কোনও আশাও নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আগামী শনিবার চড়চড় করে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতাও হ্রাস পেতে চলেছে। এছাড়া তাপপ্রবাহের সম্ভাবনাও জোরালো।

আবহাওয়াবিদদের পরামর্শ, অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধির হাত থেকে বাঁচতে সতর্ক থাকুন। সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোই শ্রেয়।

আবহাওয়া দফতর সূত্রের খবর, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!