Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ৩, ২০২৩

চার রাজ্যের বিধানসভা ও ২০২৪-এর লোকসভার লক্ষ্যে রদবদল, আজ বিকেলেই জরুরী বৈঠক মোদির । কেন্দ্রীয় মন্ত্রীসভায় কি বাংলার নতুন কোনো মুখ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
চার রাজ্যের বিধানসভা ও ২০২৪-এর লোকসভার লক্ষ্যে রদবদল, আজ বিকেলেই জরুরী বৈঠক মোদির । কেন্দ্রীয় মন্ত্রীসভায় কি বাংলার নতুন কোনো মুখ ?

আজ নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদল হতে পারে। তৈরি রিপোর্ট কার্ড হাতে নিয়ে আজ সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  জানা যাচ্ছে, রিপোর্ট কার্ডের ভিত্তিতেই হতে চলেছে মন্ত্রিসভায় রদবদলের প্রক্রিয়া।

আজ, সোমবার বিকেল চারটেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে শুরু হবে এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের নেতাদের কাজের পর্যালোচনা  করবেন এই গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে। এর পরই হতে পারে মন্ত্রিসভার রদবদল। নতুন মুখ কিছু আসতে পারে মন্ত্রিসভায়। তাতে বাংলার কোনও বিজেপি সাংসদের নাম থাকে কি না সেটা দেখার।কেননা ২০২৪ এর লোকসভা ভোটের আগে মন্ত্রিসভা রদবদলের জন্য এই বৈঠক বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তাই বাংলার ভোটারদের সন্তুষ্ট করার একটা উদ্যোগ যে প্রধানমন্ত্রী নিতেই পারেন তেমনটাই রাজ্য বিজেপি নেতৃত্বের অনুমান।

গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপি সাংগঠনিক পরিবর্তন করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল করা হতে পারে বলেও সেই বৈঠকে ইঙ্গিত ছিল।

যা খবর পাওয়া যাচ্ছে তাতে ভাল সংগঠক হিসেবে পরিচিত একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে এবার লোকসভা নির্বাচনের আগে সংগঠনের কাজে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদির। অন্যদিকে রাজ্যভিত্তিক বিধানসভা ভোট ও ২০২৪ এর লোকসভা ভোটের কথা  অঙ্কও মাথায় রেখে মন্ত্রিসভা এবং সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ সোমবারের মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদি নিতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

জানা গিয়েছে, সংগঠন ও মন্ত্রিসভা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ভোটমুখী রাজ্যের নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে। ২০২৩-এর  শেষেই রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানায়  বিধানসভা নির্বাচন রয়েছে। তারপর ২০২৪ এ রয়েছে লোকসভা। তবে এই চার রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন এক সঙ্গে করার একটা পরিকল্পনা বিজেপির আছে। সম্প্রতি একটি বৈঠকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।

লোকসভা নির্বাচনের আগে এনডিএ শরিকদের মন পেতে  মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে খবর। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মন পেতে এই রাজ্য থেকেও কোনও নতুন মুখকে মন্ত্রিসভায় স্থান দেওয়া যে হতেই পারে তেমনটাও শোনা যাচ্ছে। শরিকদের সন্তুষ্টিট ক্ষেত্রে একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি থেকেও নতুন মুখকে  কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনতে পারেন নরেন্দ্র মোদি। প্রফুল প্যাটেল, এনসিপি নেতা জায়গা পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। শোনা যাচ্ছে, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে বলেই রবিবার মহারাষ্ট্রের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।

২০২১ সালে এর আগে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদল করা হয়েছিল।সেই সময় ক্যাবিনেটের ৬টি মন্ত্রক থেকে মোট ১২ জন হেভিওয়েট নেতারা বাদ পড়েছিলেন। নতুন ১৭ টি মুখকে মন্ত্রিসভায় এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এবার চার রাজ্যের বিধানসভা ও ২০২৪-এর লোকসভার দিকে তাকিয়ে মন্ত্রিসভায় কোন চমক অপেক্ষা করছে সেটা দেখার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!