- দে । শ
- অক্টোবর ১৮, ২০২৩
রেলকর্মীদের ৭৮ দিনের বোনাসের ঘোষণা করল কেন্দ্র, এবার প্রায় ৩ গুণ টাকা পাবেন?

রেলকর্মীদের দুর্গা পুজোর বোনাস ঘোষণা করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে উৎসবের মরশুমের বোনাস বা “প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস”-এর ঘোষণা করা হল। সেই ঘোষণার ফলে রেলের রেলের নন-গেজেটেড কর্মীরা ৭৮ দিনের বেতনের সমান বোনাস পাবেন।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ট্র্যাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী, লোকো পাইলট, ট্রেনের ম্যানেজার বা গার্ড, স্টেশন মাস্টার্স, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মচারীরা সেই বোনাস পাবেন। তবে আরপিএফ বা আরপিএসএফি কর্মীরা সেই বোনাস পাবেন না।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, “আজ মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় রেলের নন-গেজেটেড কর্মীদের কল্যাণের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশেরা প্রায় এসে গিয়েছে। ২৪ অক্টোবর দশেরা আছে। উৎসবের মরশুমও শুরু হয়ে গিয়েছে। তাই রেলের ১১ লাখ ৭ হাজার ৩৪৬ নন-গেজেটেড কর্মচারীকে ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। অর্থাৎ ৭৮ দিনের বেতনের সমান বোনাস পাবেন।”
রেলের নন-গেজেটেড কর্মীদের ৭৮ দিনের বোনাস দিতে কেন্দ্রের প্রায় ১,৯৬৯ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। গত কয়েক বছর ধরে নিজেদের কর্মচারীদের এই প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস দিচ্ছে ভারতীয় রেল। এবারও উৎসবের মরশুমে সেই বোনাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও সপ্তম বেতন কমিশনের আওতায় এই বোনাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। সম্প্রতি “ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশন”-র তরফে দাবি করা হয়েছিল যে তাঁদের ষষ্ঠ বেতন কমিশনের ন্যূনতম বেতনের ভিত্তিতে “প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস” দেওয়া হয়। আর ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সেই বেতন কম হওয়ায় বোনাসের পরিমাণও বেশি হয় না। সেজন্য সপ্তম বেতন কমিশনের আওতায় বোনাস প্রদানের দাবি তুলেছিল ফেডারেশন।
ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশনের দাবি ছিল, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় গ্রুপ ‘সি’ এবং ‘ডি’-র কর্মীরা “প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস” বাবদ পান ১৭,৯৫১ টাকা। সেটা সপ্তম বেতন কমিশনের আওতায় দেওয়া হলে ৪৬,১৫৯ টাকা দাঁড়াত বলে দাবি করেছিল ফেডারেশন। যাই হোক পুজোর মুখে এই বোনাস ঘোষণা রেল কর্মীদের মুখে চওড়া হাসি ফোটাবে।
❤ Support Us