Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৬, ২০২২

১৪ এপ্রিল ছুটি ঘোষণা কেন্দ্রের, সংবিধানের রচয়িতা ভারতরত্ন আম্বেদকরের প্রতি সম্মান জানাতেই এই ছুটি ঘোষণা

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪ এপ্রিল ছুটি ঘোষণা কেন্দ্রের, সংবিধানের রচয়িতা ভারতরত্ন আম্বেদকরের প্রতি সম্মান জানাতেই এই ছুটি ঘোষণা

ড. ভীমরাও আম্বেদকরের-এর জন্ম জয়ন্তি উপলক্ষে ১৪ এপ্রিল দেশেজুড়ে ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার । ওইদিন সমস্ত ব্যাঙ্ক এবং পোস্ট অফিসগুলিও বন্ধ থাকবে। সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে । সংবিধানের রচয়িতা ভারতরত্ন আম্বেদকরের প্রতি সম্মান জানাতেই এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর।

ওইদিন দেশের সমস্ত সরকারি ব্যাঙ্ক এবং পোস্টঅফিসগুলিও বন্ধ থাকবে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি ছুটি ছাড়াও পশ্চিমবঙ্গে নববর্ষ উপলক্ষে ছুটি থাকে রাজ্যে। সে ক্ষেত্রে মাঝের শুক্রবারটি ছুটি নিয়ে পারলেও টানা চারদিনের একটি লম্বা ছুটি পেয়ে যেতে পারেন সরকারি কর্মচারীরা। এপ্রিল মাসের মাঝামাঝি এই ছুটির ঘোষণায় তাই স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি কর্মচারি মহলে।

এদিকে, এপ্রিল থেকে শুরু হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষ। আর শুরুতেই ব্যাঙ্ক কর্মী পর পর ছুটি পেয়েছেন। আরবিআই-এর হলিডে লিস্ট-এ একটানা পাঁচদিন ব্যাঙ্কের ছুটি ছিল। এপ্রিলের শুরুতেই প্রথম তিনদিন একটানা ছুটি ছিল ব্যাঙ্কে। গোটা এপ্রিলে জুড়েই বিভিন্ন রাজ্য মিলে মোট ১৫ দিন বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে শনি এবং রবিবারও ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!