Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৪, ২০২৪

দীর্ঘ লড়াইয়ের পর অবেশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
দীর্ঘ লড়াইয়ের পর অবেশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা

বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা। এই নিয়ে নানা গবেষণার কাজ কেন্দ্রের কাছে জমাও দেওয়া হয়েছে। কেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া উচিত, তার সপক্ষে সম্প্রতি কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি দফতরে তিনটি খণ্ডে বিস্তারিত তথ্য জানিয়েছিল রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন। অবশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা।

বৃহস্পতিবারই কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে তা জানানো হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবরের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স–এ তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলা ভাষাকে অবশেষে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার।’‌ মমতা আরও লিখেছেন, ‘‌বাংলা প্রাচীন ভাষা। আমাদের কাছে নথিও রয়েছে। তথ্য দিয়েই আমরা আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। নিজের দাবির সপক্ষে গবেষণা সমন্বিত নথি তিনটি খণ্ডে জমা দিয়েছিলাম। অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হল।’‌

শুধু বাংলাই নয়। আরও পাঁচটি আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে, মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়াও। এর আগে তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া ভাষাগুলিকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু একাদশ ও দ্বাদশ শতাব্দী থেকে চলে আসা বাংলা ভাষাকে বঞ্চনার তালিকায় রেখেছিল কেন্দ্র। বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি ছিল, বাংলা ভাষা সুপ্রাচীণ। গত আড়াই হাজার বছর ধরে এই ভাষার বিবর্তন হয়েছে। তাই বাংলাকে এবার ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। অবশেষে এতদিনের লড়াই সার্থক হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!