- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ২, ২০২৪
বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পাশাপাশি উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি তৈরি হলেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছুদিন আগেও কোনও সাহায্য মেলেনি। এই ব্যাপারে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশদে জানিয়ে ক্ষতিপূরণের জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন। অবশেষে সাড়া মিলল কেন্দ্রের কাছ থেকে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যকে ৪৬৮ কোটি ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটা দলকে রাজ্যে পাঠানো হবে৷
নিম্নচাপে অতিবৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। তার ওপর ডিভিসি দুটি জলাধার থেকে জল ছাড়ায় সমস্যা আরও বাড়ে। বর্ধমান, হুগলির দামোদর উপত্যকা প্লাবিত হয়ে যায়। বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই বন্যার জন্য ডিভিসি–কেই দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেনছিলেন, ‘এটা ম্যান মেড বন্যা। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হয়েছে।’ এরপরই ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার প্রথমে উদাসীন থাকলেও অবশেষে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৪টি বন্যাবিধ্বস্ত রাজ্যকে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল (এনডিআরএফ) থেকে অগ্রিম হিসাবে দেওয়া হচ্ছে। অনুদান পাওয়ার তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (১,৪৯২ কোটি টাকা)। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১০৩৬ কোটি টাকা)। আসাম পাচ্ছে ৭১৬ কোটি টাকা, বিহার বিহার ৬৫৫.৬০ কোটি। গুজরাটকে দেওয়া হচ্ছে ৬০০ কোটি টাকা। আর বাংলা পাচ্ছে ৪৬৮ কোটি। তেলঙ্গানাকে ৪১৬.৮০ কোটি। এছাড়া, হিমাচল প্রদেশকে ১৮৯.২০ কোটি, কেরলকে ১৪৫.৬০ কোটি, মণিপুরকে ৬০ কোটি, মিজোরামকে ২১.৬০ কোটি, নাগাল্যান্ডকে ১৯.২০ কোটি, সিকিমকে ২৩.৬০ কোটি, ত্রিপুরাকে ২৫ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র।
কেন্দ্রের পক্ষ থেকে জানাননো হয়েছে, রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রীদের এক প্রতিনিধি দল শীঘ্রই রাজ্যে আসবে। এই প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত টাকাও দেবে কেন্দ্র।
❤ Support Us