Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১, ২০২৪

রোগী ভর্তিতে রাজ্যের পাঁচ হাসপাতালে চালু কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা

আরম্ভ ওয়েব ডেস্ক
রোগী ভর্তিতে রাজ্যের পাঁচ হাসপাতালে চালু কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা

দালাল চক্র আর সুপারিশে রোগী ভর্তি রুখতে রাজ্যে পাঁচ সরকারি হাসপাতালে শুরু হলো কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা ।
গ্রামীণ হাসপাতাল থেকে কোনও রোগীকে শহরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার জন্য এই ব্যবস্থায় হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পোর্টাল ব্যবহার করা হবে ।

কলকাতায় চারটি সরকারি হাসপাতাল, যাথাক্রমে আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং কামারহাটিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজে শুরু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম ।

রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আট দফা দাবির মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং বেড ভ্যাকেন্সি মনিটরিং এর কথা বলা হয়েছিল । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সেন্ট্রাল রেফারেল সিস্টেমে সামগ্রিকভাবে সাফল্য আসে, তাহলে পরবর্তী ধাপে বেড ভ্যাকেন্সি মনিটর রিয়েল টাইম আপডেটের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালু করা হবে । আপতত ট্রায়েল হিসেবে বেড ভ্যাকেন্সি সিস্টেম চালু করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এর আগে গত মাসের ১৫ তারিক থেকে রাজ্যে শুরু হয়েছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেমের পাইলট প্রজেক্ট ৷ ওইদিন সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে এই কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থার মাধ্যমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!