- দে । শ
- নভেম্বর ১, ২০২৪
রোগী ভর্তিতে রাজ্যের পাঁচ হাসপাতালে চালু কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা

দালাল চক্র আর সুপারিশে রোগী ভর্তি রুখতে রাজ্যে পাঁচ সরকারি হাসপাতালে শুরু হলো কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা ।
গ্রামীণ হাসপাতাল থেকে কোনও রোগীকে শহরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার জন্য এই ব্যবস্থায় হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পোর্টাল ব্যবহার করা হবে ।
কলকাতায় চারটি সরকারি হাসপাতাল, যাথাক্রমে আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং কামারহাটিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজে শুরু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম ।
রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আট দফা দাবির মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং বেড ভ্যাকেন্সি মনিটরিং এর কথা বলা হয়েছিল । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সেন্ট্রাল রেফারেল সিস্টেমে সামগ্রিকভাবে সাফল্য আসে, তাহলে পরবর্তী ধাপে বেড ভ্যাকেন্সি মনিটর রিয়েল টাইম আপডেটের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালু করা হবে । আপতত ট্রায়েল হিসেবে বেড ভ্যাকেন্সি সিস্টেম চালু করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এর আগে গত মাসের ১৫ তারিক থেকে রাজ্যে শুরু হয়েছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেমের পাইলট প্রজেক্ট ৷ ওইদিন সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে এই কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থার মাধ্যমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় ৷
❤ Support Us