Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৪

ক্ষোভ দেখাবে উপভোক্তারা ১০০ দিনের কর্মসংস্থান ও আবাস যোজনা প্রকল্পের কাজ দেখতে আসছে কেন্দ্রীয় দল

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষোভ দেখাবে উপভোক্তারা ১০০ দিনের কর্মসংস্থান ও আবাস যোজনা প্রকল্পের কাজ দেখতে আসছে কেন্দ্রীয় দল

কেন্দ্র সরকারের ১০০ দিনের প্রকল্প ও আবাস যোজনার কাজ দেখতে ফের একটি ‘প্রহসনের সফর’ হতে চলেছে। এই ২টি প্রকল্প-সহ মোট ১২টি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে দিল্লি থেকে আসছে ন্যাশনাল লেভেল মনিটরিং টিম। এই কেন্দ্রীয় দলটি আসছে বলে রাজ্য থেকে পূর্ব বর্ধমান জেলা-সহ বিভিন্ন জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রতিটি জেলার ৩টি ব্লক ও ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরবে প্রতিনিধিদল। দলে কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের আধিকারিকদেরও থাকার কথা। সেপ্টেম্বর মাসের মধ্যেই সব জেলার পরিদর্শন কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
পরিদর্শনের সূচিতে ১০০ দিনের কর্মসংস্থান ও আবাস যোজনা প্রকল্প যুক্ত হওয়ায় এই কর্মসূচিকে ‘প্রমোদ ভ্রমণ’, ‘প্রহসনের সফর’ তকমা দিচ্ছেন জেলার তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির ব্যাখ্যা, ‘এই ২ কেন্দ্রীয় প্রকল্প বছর দুয়েকের উপর বন্ধ। বন্ধ হওয়ার আগে ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পে যুক্ত শ্রমিকদের বিপুল অঙ্কের বকেয়া মেটায়নি কেন্দ্র। রাজ্য সরকার মহানুভবতা দেখিয়ে বকেয়া মজুরি মিটিয়েছে।’ আবাস যোজনা প্রকল্প সম্পর্কে রবীন্দ্রনাথবাবুর বক্তব্য, ‘এই প্রকল্পে অন্তর্ভুক্ত ব্যক্তিরা ঝুঁকি নিয়ে আজও ভাঙাচোরা মাটির ঘরে ঝুঁকি নিয়ে বাস করছেন। আজও তাঁরা ঘর তৈরির টাকা পাননি। এক্ষেত্রেও সহৃদয় রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।’ প্রশ্ন উঠছে, এই দুটো প্রকল্পের কাজ দেখতে আর কতবার পরিদর্শনে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল? উল্লেখ্য যে, আবাস যোজনা ও একশ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে এর আগেও এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন। ছবি তুলেছেন। তাছাড়া এখনতো দুটি প্রকল্পই বন্ধ রয়েছে। তাহলে এই ২ প্রকল্পের কাজ কী দেখবেন কেন্দ্রের আধিকারিকরা? জেলা প্রশাসন সূত্রের খবর, ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পের যে শ্রমিকরা মজুরি পাননি বা যে উপভোক্তারা আবাস যোজনার টাকা পাননি, কেন্দ্রের প্রতিনিধিদলকে দেখে জবাবদিহি চাইতে পারে বা বিক্ষোভ দেখাতে পারে। সেই পরিস্থিতি সামলাতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!