Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৯, ২০২৩

ভোটের চমক? সাধারনের রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমাল কেন্দ্র, উজ্জ্বলা গ্যাসের দাম কমাল ৪০০ টাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের চমক? সাধারনের রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমাল কেন্দ্র, উজ্জ্বলা গ্যাসের দাম কমাল ৪০০ টাকা

এটাই কি নরেন্দ্র মোদি সরকারের বিকাশের মহিমা? ২০২২ এর ৭ মে থেকে টানা সাধারণের রান্নার গ্যাসের দামের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখি। ২০২৪ -এর ভোটের মুখে এই নরেন্দ্র মোদি সরকার জনমুখি হল। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় উজ্জ্বলা গ্যাসের দাম ৪০০ টাকা ও সাধারণ গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হল। কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, নরেন্দ্র মোদি সরকার দেশবাসীকে ওনাম ও রাখি উপলক্ষে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি উপহার দিলেন।
২০২২ এর ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে হাজার টাকা হয় রান্নার গ্যাসের দাম। তরপর থেকে ক্রমেই এই গ্যাসের দাম বেড়ে এখন ১১২৯ টাকায় পৌঁছেছে। এই অবস্থায় সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ছাড়া ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। আজ রাত ১২টা থেকে ৯২৯ টাকায় একটি রান্নার গ্যাস পাওয়া যাবে।
এদিকে কেন্দ্রের এই রান্নার গ্যাসের দাম হ্রাসের ঘোষণা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সারা দেশে যখন নো ভোট টু বিজেপি আওয়াজ উঠেছে তখন বাধ্য হয়ে কেন্দ্র এই গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করে সাধারণ মানুষের মন জয় করতে চাইছে। এসব করে হবে না। এর জন্য কেন্দ্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই।”
এদিকে কুণাল ঘোষের এই মন্তব্যের উত্তরে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “করোনার পর দেশের জিডিপি যেখানে পৌঁছেছে, তা দেখে সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতে রাজ্যের উচিত কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করা। আগামী ২০২৪ এ কেন্দ্রে আবার নরেন্দ্র মোদিই সরকার গড়বেন, ২০২৪-এর ১৫ অগাস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা তুলবেন নরেন্দ্র মোদি।”

কেন্দ্রের বিরুদ্ধে দেশের সমস্ত বিজেপি বিরোধী শক্তি একত্রিত হয়ে যখন ইন্ডিয়া জোটের বৈঠক যখন পাটনা, বেঙ্গালুরুর পর ইন্ডিয়া জোটের বৈঠক মুম্বইতে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর হতে চলেছে, তার আগে এই ভাবে রান্নার গ্যাসের দাম কমানো যে স্রেফ ভোটের কথা চিন্তা করেই করা হয়েছে তাতে কারও কোনও সন্দেহ নেই। তবে এভাবে কি বিজেপি২০২৪-এর লোকসভা ভোটে জিতে ভারত সাম্রাজ্যে নিজেদের ক্ষমতা বাঁচিয়ে সক্ষম হবে? গত ১৬ মাস ধরে বহুবার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে, ভর্তুকি কমিয়ে আর্থিক চাপ কেন্দ্র দেশের মানুষের ওপর চাপিয়েছে। এবার যদি ধরে নেওয়া হয় আগামী মে মাসে দেশে লোকসভা নির্বাচন। হিসাব অনুযায়ী ৯ মাস এখনও লোকসভা নির্বাচন হতে বাকি আছে। তাই প্রশ্ন দেশবাসীর ওপর ১৬ মাস টানা ১০০০ থেকে ১১২৯ টাকা রান্নার গ্যাসের দাম জারি রেখে যে আর্থিক চাপ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশবাসীর ওপর চাপিয়েছেন, সেটা কি ৯ মাসে ২০০ টাকা রান্নার গ্যাসের দাম কমিয়ে এবং উজ্জ্বলা গ্যাসে ৪০০ টাকা দাম কমিয়ে রেহাই দেওয়া সম্ভব, না কি এটা একটা ভোটের চমক?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!