Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৪, ২০২৩

সংসদের বিশেষ অধিবেশনের এজেন্ডা প্রকাশ করল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদের বিশেষ অধিবেশনের এজেন্ডা প্রকাশ করল কেন্দ্র

আগামী সপ্তাহে শুরু হওয়া সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনে সংসদের ৭৫ বছরের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে, কেন্দ্রীয় সরকার বুধবার সন্ধ্যায় সংসদের বিশেষ অধিবেষনের এজেন্ডা প্রকাশ করেছে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে। সরকার মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি বিল সহ চারটি বিলও পেশ করবে যা অনেক বিতর্কের জন্ম দিয়েছে।

লোকসভা সচিবালয়ের একটি বুলেটিনে উল্লেখ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেষণ শুরু হচ্ছে। এই অধিবেশনে ৭৫ বছরের সংসদীয় কার্যকলাপের ইতিহাস, তার থেকে প্রাপ্তি, অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদের কার্যকলাপের মধ্যে প্রধানত নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিযুক্তি, চাকরির শর্তাবলী এবং অফিসের মেয়াদ) বিল, পোস্ট অফিস বিল, অ্যাডভোকেটস (সংশোধন) বিল এবং প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকাল বিল অন্তর্ভুক্ত থাকবে।

জি ২০ র সময় একাধিক অফিসিয়াল কার্যকলাপ ও চিঠি ও আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার পরিবর্তে দেশের নাম হিসাবে “ভারত” বারবার ব্যবহার করা হয়েছে। এর পর থেকেই জনল্পনা শুরু হয়েছে দেশের নাম ইন্ডিয়া থেকে ভারতে পরিবর্তিত হতে পারে, কেন না সরকারের পক্ষ থেকেই বিষয়টি সামনে এসেছে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার “এক জাতি, এক নির্বাচন’, “অভিন্ন দেওয়ানি আইন” (ইউসিসি) এবং “মহিলাদের সংরক্ষণ” বিল আনতে পারে।

কেন্দ্রীয় সরকার প্রথমে সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি প্রকাশ করতে অস্বীকৃতি জানায়, সর্বোত্তম সংসদীয় অনুশীলনের অধীনে এটি করার কোনও প্রয়োজন ছিল না। এর পর কংগ্রেস এবং বিরোধীদের একের পর এক বৈঠক করে। তার পর সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মণিপুরে জাতিগত সহিংসতা এবং কুস্তিগীরদের প্রতিবাদ সহ নয়টি সম্ভাব্য বিষয়ের আলোচনার রূপরেখা দিয়ে দাবি জানান।

এই চিঠিকে ঘিরে এর পর সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ বিজেপি নেতাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ  বিতর্কের সূত্রপাত হয়। ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে, যাকে সরকার বছরব্যাপী আজাদি কা অমৃত মহোৎসব হিসাবে উদযাপন করেছে।

ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হলে সংসদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ১৫ আগস্ট ১৯৯৭ তারিখে একটি মধ্যরাতের অধিবেশন আহ্বান করা হয়েছিল। X-এর একটি পোস্টে, কংগ্রেসের জনসংযোগ ইনচার্জ জয়রাম রমেশ দাবি করেছেন যে সরকার “সোনিয়া গান্ধওর চাপের” পরে এজেন্ডা প্রকাশ করেছে বাধ্য হয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!