Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৩১, ২০২৩

সংসদে “বিশেষ অধিবেশন” ডাকল কেন্দ্র, আলোচ্যসূচি অজানা

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদে “বিশেষ অধিবেশন” ডাকল কেন্দ্র, আলোচ্যসূচি অজানা

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর “সংসদের বিশেষ অধিবেশন” ডাকল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পাঁচদিন ধরে সংসদের এই বিশেষ অধিবেশন চলবে। কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী “এক্স”-এ এই বিষয়টি পোস্ট করেছেন। প্রহ্লাদ জোশী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অমৃত কালের মধ্যে, সংসদে একটি ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের অপেক্ষায় আছি।”

সরকারী সূত্রগুলি এ পর্যন্ত সম্ভাব্য এজেন্ডা সম্পর্কে মুখ বন্ধ রেখেছে। নতুন সংসদ ভবনে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে কিনা তাও এখনও স্পষ্ট নয়, যদিও সূত্রের মতে নতুন সংসদ ভবনে এই বিশেষ অধিবেশন হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও, এটি লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন নাও হতে পারে বলেই জানা গেছে।

সরকারি সূত্রে জানা গেছে, এজেন্ডায় অমৃত কাল উদযাপন এবং ভারতকে একটি ‘উন্নত জাতি’ হিসাবে অন্তর্ভুক্ত করা হতে পারে এই বিশেষ অধিবেশনে। তবে কোনও গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার বিষয়ে কোনও আভাস ওই সূত্রে পাওয়া যায়নি।

বিশেষ অধিবেশনের দিন মুম্বইতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক শুরু হচ্ছে মুম্বইতে। সেই দিক থেকে সংসদের এই বিশেষ অধিবেশনের দিন ঘোষণার সময়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে ২৮-দলীয় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট আগামী বছরের দেশের সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত ও ক্ষমতাচ্যুত  করার ডাক দিয়েছে।

এছাড়াও সংসদের এই বিশেষ অধিবেশনটি এমন সময় হতে চলেছে যার ঠিক মুখে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন হতে চলেছে ৯ থেকে ১০ সেপ্টেম্বর।
এদিকে আবার এদিনই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে যো কোনও সময় ভোট করতে তারা প্রস্তুত, তবে নির্বাচনের জয জাতীয় নির্বাচব কমিশনের সম্মতি ও নির্বাচনী প্যানেলের প্রয়োজন আছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!