Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

‌পিএফআই–কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

মঙ্গলবার দিল্লির শাহিনবাগে তল্লাশি চালায় এনআইএ। ১৪৪ ধারা জারি করে ধরপাকড় শুরু করে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরম্ভ ওয়েব ডেস্ক
‌পিএফআই–কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ইসলামিক সংগঠনগুলির ওপর বিজেপি–র একের পর এক আঘাত নেমে আসছে। আগেও বেশ কয়েককটি সংগঠনের পেছনে এনাইএ–কে লেলিয়ে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার কেন্দ্রীয় সরকারের কোপ পড়ল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ওপর। বেশ কিছুদিন ধরেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা ও কর্মীদের ওপর অত্যাচার, ধরপাকড় চলছিল। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল এই সংগঠনকে। পিএফআই–এর নেতা ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, সংগঠনের সদস্যরা, জঙ্গি কার্যকলাপ, নাশকতার জন্য অস্ত্র প্রশিক্ষণ, অর্থ সংগ্রহের সঙ্গে যুক্ত।

বেশ কিছুদিন ধরেই গোটা দেশজুড়ে দফায় দফায় তল্লাশি চালায় এনআইএ এবং ইডি। কেরল, তামিলনাডু, কর্ণাটক, তেলেঙ্গনা, উত্তরপ্রদিশে, দিল্লি, পশ্চিমবঙ্গসহ দেশের ১৫টি রাজ্যের প্রায় ১০০টি জায়গায় তল্লাশি চালানো হয়। ১০০–র বেশি নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দিল্লির শাহিনবাগে তল্লাশি চালায় এনআইএ। ১৪৪ ধারা জারি করে ধরপাকড় শুরু করে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ, সিমি, আইসিস, বাংলাদেশের জঙ্গি সংগঠান জেএমবি–র সঙ্গে পিএফআই–য়ের যোগ রয়েছে। এই সংগঠনটি নাকি দেশে একাধিক শাখা খুলে জঙ্গি কার্যকলাপে প্রশিক্ষণ দিত, এমনকি অস্ত্র প্রশিক্ষণও নাকি দিত। পিএফআই–য়ের বিভিন্ন অফিস থেকে এই প্রশিক্ষণ দেওয়া হত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নাকি অভিযান চালিয়ে পিএফআই–য়ের দপ্তর থেকে অস্ত্র উদ্ধার করেছে। বেআইনি যোগসাজশের অভিযোগে ইউপিএ আইনে পিএফআই–য়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু পিএফআই নয়, তার সঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল ওমেন্স ফ্রন্টকেও বেআইনি ঘোষণা করা হয়েছে। পিএফআই–র সঙ্গে এই সব সংগঠনও নাকি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত।


❤ Support Us
Advertisement
2024 Debasish
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!