Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১, ২০২৪

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্র

আবার প্রকোপ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুয়ের। কেন্দ্রের তরফে  দেওয়া হয়েছে সতর্ক বার্তা। পোল্ট্রি ফার্মিংএ দেশের মধ্যে এগিয়ে চার রাজ্য, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা এবং ঝাড়খন্ড।অন্ধ্র প্রদেশের নেল্লোড়, মহারাষ্ট্রের নাগপুর, কেরালার আলাপুজা, কোত্তায়াম, পাঠানামথইট্টা এবং ঝাড়খণ্ডের রাঁচিতে প্রথম এই রোগের সংক্রমণ দেখা গেছে।

স্বাস্থ্যমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  এই রোগের মানবদেহে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছে কেন্দ্র। পোল্ট্রি, চিড়িয়াখানা, বাজারে সুরক্ষাবিধি চালু করার কথা ভাবছে কেন্দ্র। পিপিই কিট, স্যানিটাইজার  ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। সেই সাথে খালি হাতে অসুস্থ বা মৃত পাখিদের ধরার ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। সুরক্ষাবিধি প্রচারের ওপরেও দেওয়া হচ্ছে জোড়। বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত পরিমানে আইসোলেশন ওয়ার্ড, ওষুধ, পিপিই কিট মজুত রাখার কথাও বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। স্বাস্থ্য দপ্তর এবং পশুপালন দপ্তর থেকে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের স্বাস্থ্যের ওপরের নজর রাখার কথা বলা হয়েছে।পরীক্ষানিরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষাগারকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে । পশু দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং বন দপ্তর একসাথে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার প্রস্তুত বলে জানিয়েছে কেন্দ্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!