Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৮, ২০২৩

কোভিড নিয়ে কেন্দ্রের নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কোভিড নিয়ে কেন্দ্রের নির্দেশ

ফের কোভিড-এর দাপট বাড়ছে। ভারতে ইতিমধ্য়েই মিলেছে কোভিডের JN.1 ভ্যারিয়েন্টের সন্ধান। হঠাৎ করেই এর ফলে অনেকটাই বেড়েছে  সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।

দেশের সব রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ফের ফিরিয়ে আনতে বলা হচ্ছে প্রতিদিনের করোনা সংক্রমণের মনিটরিং। জেলা ভিত্তিক SARI এবং ILI কেস কতগুলো হচ্ছে সেগুলি নিয়ে মনিটরিং করতে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। পাশাপাশি, কোভিড পরীক্ষার উপর জোর দিয়ে পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। যত বেশি সম্ভব RT-PCR পরীক্ষা করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। টেস্টে কোভিড পজিটিভ হলে সেগুলি INSACOG ল্যাবরেটরিতে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে।
সামনেই বড়দিন। সারা দেশ উৎসবের আমেজে এখন প্রস্তুতি নিচ্ছে বড়দিন উদযাপনের জন্য। এই সময় কোনও ভাবে যাতে করোনা সংক্রমণ বাড়তে না পারে সেদিকে কঠোর নজর দিতে রাজ্যগুলিকে কেন্দ্রের এই নির্দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!