Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৭, ২০২৪

জম্মু-কাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু-কাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ

জম্মু ও কাশ্মীর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার করার বিষয়ে বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার। ধীরে ধীরে আধাসামরিক বাহিনী প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আধা সামরিক বাহিনী প্রত্যাহারের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “জম্মু ও কাশ্মীরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার সাত বছরের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। এই ব্লু প্রিন্ট অনুসারে জম্মু ও কাশ্মীর থেকে আধাসামরিক বাহিনী প্রত্যাহার করে সেখানকার স্থানীয় পুলিশের ওপর নিরাপত্তার ভার দেওয়া হবে। ইতিমধ্যেই সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে।” কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীর পুলিশ সন্ত্রাস অভিযানে নেতৃত্ব দেবে। কেন্দ্রীয় বাহিনী এই ব্যাপারে তাদের সাহায্য করবে।

জম্মু ও কাশ্মীর পুলিশের উপর কেন্দ্রীয় সরকারের আগে কোনও ভরসা ছিল না বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারে এই ব্যাপারে অমিত শাহ বলেন, “আগে সন্ত্রাসবিরোধী সমস্ত অভিযানের নেতৃত্বে থাকত কেন্দ্রীয় বাহিনী। আমরা এবার থেকে নিরাপত্তার ভার জম্মু-কাশ্মীর পুলিশের ওপরই ছেড়ে দেব।”

জম্মু ও কাশ্মীর থেকে আফস্পা তুলে নেওয়ার প্রসঙ্গে অমিত সহ বলেন, “ আফস্পা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে কোনও লাভ নেইম কারণ যুব সম্প্রদায়ের সংগঠনগুলির শিকড় পাকিস্তানে।” জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আফস্পা প্রত্যাহারের দাবি দীর্ঘদিনের। এব্যাপারে অমিত শাহ বলেন, “সেপ্টেম্বরের আগেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল এবং তা পূরণ করা হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!