Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৩, ২০২৪

আগস্টেই সূচনা প্রসার ভারতীর ওটিটির

আরম্ভ ওয়েব ডেস্ক
আগস্টেই সূচনা প্রসার ভারতীর ওটিটির

ওভার দ্য টপ বা ওটিটি , এই শব্দবন্ধ শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। অতিমারি পরবর্তী যুগে বিনোদনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দ্রুত উপরের সারিতে উঠে এসেছে তা। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে হইচই বা আড্ডা টাইমস প্রভৃতি নামগুলি এখন আট থেকে আশি সবার জানা। কিন্তু এগুলি সবই বেসরকারি উদ্যোগ মাত্র। ফলে ব্যবসায়িক স্বার্থে সবসময় তার মান অথবা গুণমান বজায় রাখতে গিয়ে প্রায়শই তা ছাড়াচ্ছে সাংস্কৃতিক মানদণ্ডের গণ্ডি। এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি জাতির সাংস্কৃতিক পরিকাঠামো , অবনমণ ঘটছে রুচির। অন্তত তাই অভিমত ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সংস্থা ‘প্রসার ভারতীর।’ খুব শীঘ্রই সরকারি উদ্যোগে চালু হতে চলেছে দেশের প্রথম সরকারি ওটিটি। যাদের কাজ হল এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া সভ্যতা, সংস্কৃতিকে পুনরুদ্ধারকরণ।

প্রসার ভারতী সূত্রে খবর এই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, হটস্টার প্রভৃতি বেসরকারি উদ্যোগের মতো  প্রথম এক বছর বা দু বছর বিনামূল্যে বিনোদন বিতরণ করবে।’ এই ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত সমস্ত অনুষ্ঠান সপরিবারে বসে উপভোগ করা যাবে। অনুষ্ঠানগুলি তৈরি হবে সম্পূর্ণ ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতীয়তাবাদকে তুলে ধরার উদ্দেশ্যে। এতে থাকবেনা কোনো হিংসা, কোনো কুরুচিকর কথা  বা দৃশ্য।’ বিনোদনের পাশাপাশি এতে প্রচারিত হবে খবরও ।

আগামী আগস্টে এই  ওটিটিটি সূচনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রসার ভারতী। প্রথম দিকের সম্প্রচারিত অনুষ্ঠানগুলি বিনামূল্যে দেখা গেলেও পরে তার সাবস্ক্রিপশন নেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাস থেকেই, ভারতের প্রত্যন্ততম অঞ্চলে বিনোদন পৌঁছে দেওয়ার উদেশ্যে প্রসার ভারতী ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে চিন্তাভাবনার কাজ শুরু করেছিল। এই সংক্রান্ত একটি টেন্ডারের খসড়াও তারা তৈরি করেছিল। এর আগে, ২০২৩ সালের মে মাসে, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিদের আহ্বান করে তাদের “অশ্লীল এবং আপত্তিজনক” সামগ্রী প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাবধান করে কেন্দ্রীয় মন্ত্রক।

গত বছর মার্চে তথ্য সম্প্রচার মন্ত্রক ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ওপর ‘তথ্য প্রযুক্তি আইন ২০০০’র ভিত্তিতে অশ্লীল ও কুরুচিপূর্ণ বিষয় সম্প্রচারের জন্য নিষেধাজ্ঞা জারি করে। ফলে বন্ধ হয়ে যায় ১৮টি ওটিটি। তাদের গুগল প্লে স্টোর থেকেও মুছে ফেলার আবেদন করা হয় সরকারের তরফ থেকে। এর আগে কেরালা সরকারের তরফে রাজ্যে শুরু হয় প্রথম সরকারি ওটিটি প্ল্যাটফর্ম ‘সি স্পেস’। দেশের মধ্যে প্রথম এই পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছিল ‘ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য’টি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!