Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৭, ২০২৪

রেডস্টারকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিল বার্সিলোনা

আরম্ভ ওয়েব ডেস্ক
রেডস্টারকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিল বার্সিলোনা

আগের দিনই চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছিল রিয়েল মাদ্রিদকে। স্পেনের আর এক ক্লাব বার্সিলোনা অবশ্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বুধবার রাতে সার্বিয়ার রেডস্টার বেলগ্রেডকে ৫–২ ব্যবধানে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিল বার্সিলোনা। ‘‌এল ক্লাসিকোয় রিয়েল মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও বড় ব্যবধানে জয় বার্সার।
বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে শুরুতেই অবশ্য অশনি সংকেত নেমে এসেছিল বার্সিলোনার কাছে। ম্যাচের ৩ মিনিটেই বার্সিলোনার জালে বল ঢুকিয়েছিল রেডস্টার। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হওয়ায় বেঁচে যায় বার্সিলোনা। শুরুতেই জালে বল ঢোকাটা বার্সিলোনাকে হয়তো কিছুটা দমিয়ে রেখেছিল। তাই প্রথম ৩০ মিনিট সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি রাফিনিয়া, লেওয়ানডস্কি, মার্টিনেজদের।
যদিও ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বার্সিলোনা। রাফিনিয়ার ফ্রিকিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইনিও মার্টিনেজ। ২৭ মিনিটে সিলাস এমভুম্পার গোলে সমতা ফেরায় রেডস্টার। এরপরই অন্য চেহারায় দেখা যায় বার্সিলোনাকে। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসেন রাফিনিয়ারা। ম্যাচের ৪৩ মিনিটে রাফেনিয়ার পাস থেকে বল পেয়ে গোল করে বার্সিলোনাকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন লেওয়ানডস্কি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দ অব্যাহত রেখেছিল বার্সিলোনা। শুরুতেই গোল করার সুযোগ এসেছিল লেওয়ানডস্কির সামনে। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে অবিশ্বাস্যভাবে বাইরে মারেন। ৫৩ মিনিটে এই লেওয়ানডস্কিই বার্সিলোনাকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন। জুলস কুন্ডের শট তাঁর পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ২ মিনিট পরেই কুন্ডের পাস থেকে ৪–১ করেন রাফিনিয়া। ৭৪ মিনিটে বার্সিলোনার হয়ে পঞ্চম গোলটি করেন ফারমিন লোপেজ। এই গোলের কারিগরও জুলস কুন্ডে। ম্যাচের ৮৪ মিনিটে রেডস্টারের হয়ে ব্যবধান কমান মিলসন। মোনাকোর কাছে প্রথম ম্যাচে হারতে হয়েছিল বার্সিলোনাকে। তারপর টানা ৩ ম্যাচে জয়। ৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৯। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!